বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
- সর্বশেষ আপডেট ০৬:৫৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 396
বিভিন্ন নাটকীয় ঘটনার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে কাউন্সিলর হিসেবে অনুমোদন পাওয়ার পর শুক্রবার বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সভাপতি নির্বাচিত হন তিনি। ৫৭ বছর বয়সী আমিনুল হলেন বিসিবির ১৬তম সভাপতি।
গত কয়েকদিন ধরেই বিসিবির শীর্ষ পদ নিয়ে টানাপোড়েন চলছিল। বৃহস্পতিবার রাতে শেখ হামিম হাসানের পরিবর্তে আমিনুলকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয় ক্রীড়া পরিষদ। এরপর শুক্রবারের সভায় প্রথমে পরিচালক এবং পরে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন তিনি।
এর আগে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে কাউন্সিলর মনোনয়ন দিয়ে বিসিবি পরিচালক ও সভাপতি করা হলেও, পরদিন সেই মনোনয়ন প্রত্যাহার করে নেয় এনএসসি। এর ফলে সভাপতির পদও হারান ফারুক। বর্তমান মেয়াদ অনুযায়ী, আমিনুল ইসলাম আগামী অক্টোবর পর্যন্ত বিসিবি সভাপতির দায়িত্বে থাকবেন।
জাতীয় দলের হয়ে এক দশকের বেশি সময় প্রতিনিধিত্ব করা আমিনুল খেলেছেন ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে। বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির কৃতিত্ব রয়েছে তার নামেই। তার অধিনায়কত্বেই টাইগাররা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়। খেলার মাঠ থেকে বিদায় নেওয়ার পর কোচিং এবং প্রশাসনিক ভূমিকায় যুক্ত ছিলেন তিনি। দীর্ঘদিন আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবেও কাজ করেছেন আমিনুল।































