ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবিতে নির্বাচিত হলে ক্রিকেট ছাড়বেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 102

তামিম ইকবাল

বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, যদি তিনি অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়ী হন, তবে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে অবসর নেবেন। তিনি বলেন, “বোর্ড পরিচালক হলে আর খেলব না, এটি ভালো দেখাবে না। নির্বাচিত না হলে বিপিএলসহ ক্রিকেট চলবে।”

বিসিবি নির্বাচনের জন্য ইতোমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, সঙ্গে আছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক।

নির্বাচনের তফসিল অনুযায়ী, ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা, ২১ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা, ২২-২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৫ সেপ্টেম্বর জমার শেষ দিন, ২৬ সেপ্টেম্বর প্রার্থী তালিকা প্রকাশ, ২৮ সেপ্টেম্বর প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ও পোস্টাল ও ই-ব্যালট বিতরণ হবে। ভোটগ্রহণ হবে ৪ অক্টোবর, চূড়ান্ত ফল ঘোষণা ৫ অক্টোবর।

২৫ পরিচালকের ভোটের মাধ্যমে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন, যার মধ্যে ১০ ভোট বিভাগীয় ক্রীড়া সংস্থা, ১২ ভোট ক্লাব প্রতিনিধিদের, ১ ভোট সাবেক অধিনায়ক বা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এবং ২ ভোট জাতীয় ক্রীড়া পরিষদের।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিসিবিতে নির্বাচিত হলে ক্রিকেট ছাড়বেন তামিম ইকবাল

সর্বশেষ আপডেট ০৮:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, যদি তিনি অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়ী হন, তবে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে অবসর নেবেন। তিনি বলেন, “বোর্ড পরিচালক হলে আর খেলব না, এটি ভালো দেখাবে না। নির্বাচিত না হলে বিপিএলসহ ক্রিকেট চলবে।”

বিসিবি নির্বাচনের জন্য ইতোমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, সঙ্গে আছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক।

নির্বাচনের তফসিল অনুযায়ী, ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা, ২১ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা, ২২-২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৫ সেপ্টেম্বর জমার শেষ দিন, ২৬ সেপ্টেম্বর প্রার্থী তালিকা প্রকাশ, ২৮ সেপ্টেম্বর প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ও পোস্টাল ও ই-ব্যালট বিতরণ হবে। ভোটগ্রহণ হবে ৪ অক্টোবর, চূড়ান্ত ফল ঘোষণা ৫ অক্টোবর।

২৫ পরিচালকের ভোটের মাধ্যমে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন, যার মধ্যে ১০ ভোট বিভাগীয় ক্রীড়া সংস্থা, ১২ ভোট ক্লাব প্রতিনিধিদের, ১ ভোট সাবেক অধিনায়ক বা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এবং ২ ভোট জাতীয় ক্রীড়া পরিষদের।