ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গামিনির চুক্তি আরো এক বছর বাড়ালো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 156

গামিনি ডি সিলভা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের- বিসিবি প্রধান কিউরেটর শ্রীলঙ্কান গামিনি ডি সিলভার চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত বিসিবিতে প্রধান কিউরেটর থাকছেন তিনি। এ বছর ৩১ জুলাই পর্যন্ত চুক্তি ছিল তাঁর।

মেয়াদপূর্তির পর স্পেনপ্রবাসী ছেলের সঙ্গে অবসর জীবন কাটাতে চেয়েছিলেন তিনি। বিসিবি নতুন চুক্তি দেওয়ায় কাজ থেকে ছুঁটি নেওয়া হলো না লঙ্কান এ কিউরেটরের। ২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর গামিনি।

যদিও তিনি পরিচিতি পেয়েছিলেন আম্পায়ার হিসেবে। ২০০৭ সালে কলম্বোয় অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। সেখান থেকে হয়ে গেছেন কিউরেটর।

বিসিবিতে প্রায় ১৬ বছর ধরে চাকরি করছেন এই শ্রীলঙ্কান।

অভিযোগ আছে, দেড় যুগে তাঁর হাত দিয়ে একজন কিউরেটরও তৈরি হয়নি। দেশের কোথাও ভালো মানের উইকেটও বানাতে পারেননি তিনি। বরং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গামিনির হাতে তৈরি উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার।

চুক্তি নবায়ন হওয়ায় আরেকবার এই প্রশ্ন সামনে এসেছে।

 

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গামিনির চুক্তি আরো এক বছর বাড়ালো বিসিবি

সর্বশেষ আপডেট ০১:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের- বিসিবি প্রধান কিউরেটর শ্রীলঙ্কান গামিনি ডি সিলভার চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত বিসিবিতে প্রধান কিউরেটর থাকছেন তিনি। এ বছর ৩১ জুলাই পর্যন্ত চুক্তি ছিল তাঁর।

মেয়াদপূর্তির পর স্পেনপ্রবাসী ছেলের সঙ্গে অবসর জীবন কাটাতে চেয়েছিলেন তিনি। বিসিবি নতুন চুক্তি দেওয়ায় কাজ থেকে ছুঁটি নেওয়া হলো না লঙ্কান এ কিউরেটরের। ২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর গামিনি।

যদিও তিনি পরিচিতি পেয়েছিলেন আম্পায়ার হিসেবে। ২০০৭ সালে কলম্বোয় অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। সেখান থেকে হয়ে গেছেন কিউরেটর।

বিসিবিতে প্রায় ১৬ বছর ধরে চাকরি করছেন এই শ্রীলঙ্কান।

অভিযোগ আছে, দেড় যুগে তাঁর হাত দিয়ে একজন কিউরেটরও তৈরি হয়নি। দেশের কোথাও ভালো মানের উইকেটও বানাতে পারেননি তিনি। বরং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গামিনির হাতে তৈরি উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার।

চুক্তি নবায়ন হওয়ায় আরেকবার এই প্রশ্ন সামনে এসেছে।