বিষখালী নদীতে জেলের বড়শিতে ধরা ১৬ কেজির পাঙাশ
- সর্বশেষ আপডেট ১১:১৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / 119
বরগুনার বিষখালী নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে এক বিশাল পাঙাশ মাছ। ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের এই নদীর পাঙাশ দেখতে স্থানীয়দের ভিড় জমেছে পাথরঘাটার কালমেঘা এলাকায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে স্থানীয় এক জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে সেটি বিক্রির জন্য বরগুনা শহরে আনা হয়। স্থানীয় হোটেল ব্যবসায়ী মজিবর রহমান ৯০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৮৫০ টাকায় মাছটি ক্রয় করেন।
হোটেল মালিক মজিবর রহমান বলেন, “পায়রা ও বিষখালী নদীর জেলেরা বড় মাছ ধরলে আমার হোটেলেই বিক্রি করতে আসে। আজকের এই পাঙাশটিও আমি কিনেছি। বড় সাইজের মাছ বিক্রি হয় বলেই আমার হোটেলে দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসেন।”
স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন মিলু বলেন, “বরগুনার নদীর পাঙাশের স্বাদ অনন্য। বিষখালী ও পায়রা নদীর পাঙাশের ঐতিহ্য বহু পুরোনো। এখানকার নদীর মাছের স্বাদ কখনও বদলায় না, তাই দেশের নানা জায়গায় এ অঞ্চলের মাছের চাহিদা রয়েছে।”
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, “নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা বন্ধ থাকায় ছোট মাছের পরিমাণ বেড়ে যায়। ফলে বড় পাঙাশ খাবারের জন্য দীর্ঘ সময় নদীতে অবস্থান করে। তাই নিষেধাজ্ঞা শেষে বড় সাইজের পাঙাশ বেশি ধরা পড়ে।”



































