বিশ্ব রেকর্ড গড়লেন তানজিদ তামিম
- সর্বশেষ আপডেট ০৪:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 134
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।
আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে ১৯ ওভার ৫ বল শেষে আয়ারল্যান্ড ১১৭ রানে অলআউট হয়। এই ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে নয়, বরং ফিল্ডিংয়ে এই কীর্তি গড়েছেন তিনি।
একাই ম্যাচে ৫টি ক্যাচ নিয়েছেন তানজিদ তামিম। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে কোনো ফিল্ডারের যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড। তবে পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে ৫টি ক্যাচ নেওয়ার ঘটনা এটিই প্রথম।
ম্যাচে গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ, জর্জ ডকরেল এবং বেন হোয়াইটের ক্যাচ তালুবন্দি করেছেন তানজিদ তামিম। এর আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ক্যাচ নিয়েছেন মালদ্বীপের মালিন্দা ও সুইডেনের সেদিক সাহাক।

































