ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
জাতিসংঘের প্রতিবেদন

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে দ্বিতীয় ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 55

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর, যেখানে বসবাস করছে ৪১ দশমিক ৯ মিলিয়ন মানুষ। ৩৬ দশমিক ৬ মিলিয়ন জনসংখ্যার সঙ্গে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের ঢাকা। আর ৩৩ দশমিক ৪ মিলিয়ন মানুষ নিয়ে জাপানের টোকিও তৃতীয় স্থানে নেমে এসেছে। খবর আল-জাজিরার।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে, মেগাসিটি বা ১০ মিলিয়নের বেশি মানুষের শহরের সংখ্যা এখন ৩৩, যা ১৯৭৫ সালের ৮টি শহরের তুলনায় চার গুণ বেশি। এদের মধ্যে ১৯টি শহর এশিয়ায় অবস্থিত, এবং শীর্ষ ১০ শহরের মধ্যে ৯টি।

শীর্ষ ১০ শহরের মধ্যে এশিয়ার শহরগুলো হলো-

– জাকার্তা, ইন্দোনেশিয়া – ৪১ দশমিক ৯ মিলিয়ন
– ঢাকা, বাংলাদেশ – ৩৬ দশমিক ৬ মিলিয়ন
– টোকিও, জাপান – ৩৩ দশমিক ৪ মিলিয়ন
– নয়াদিল্লি, ভারত – ৩০ দশমিক ২ মিলিয়ন
– সাংহাই, চীন – ২৯ দশমিক ৬ মিলিয়ন
– গুয়াংঝু, চীন – ২৭ দশমিক ৬ মিলিয়ন
– মনিলা, ফিলিপাইন – ২৪ দশমিক ৭ মিলিয়ন
– কলকাতা, ভারত – ২২ দশমিক ৫ মিলিয়ন
– সিউল, দক্ষিণ কোরিয়া – ২২ দশমিক ৫ মিলিয়ন

এছাড়া কায়রো (মিসর) একমাত্র এশিয়ার বাইরে থাকা শহর যা শীর্ষ ১০-এ রয়েছে, যেখানে ৩২ মিলিয়ন মানুষ বাস করে। ঢাকার জনসংখ্যা দ্রুত বাড়ার পেছনে রয়েছে গ্রামীণ এলাকার মানুষদের রাজধানীতে আগমন। যারা সুযোগ খুঁজে আসে বা বন্যা, সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে স্থান ত্যাগ করে।

জাকার্তাও সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধির সমস্যার মুখোমুখি। অনুমান করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে শহরের এক চতুর্থাংশ পানির নিচে চলে যেতে পারে। তাই ইন্দোনেশিয়া নতুন রাজধানী নুসান্তারা বানাচ্ছে বোরনিও দ্বীপের ইস্ট কালিমান্তানে। তবে জাতিসংঘের অনুমান, ২০৫০ সালের মধ্যে জাকার্তায় আরও ১০ মিলিয়ন মানুষ বসবাস করবে।

জাতিসংঘের প্রতিবেদনে নতুন সংজ্ঞা অনুযায়ী, একটি শহরকে সংলগ্ন এলাকা হিসেবে বিবেচনা করা হয়েছে, যেখানে প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১ হাজার ৫০০ জন বসবাস করে এবং মোট জনসংখ্যা কমপক্ষে ৫০ হাজার। এই সংজ্ঞা বিভিন্ন দেশের নগরায়ন সংক্রান্ত বৈষম্য সমাধানে সাহায্য করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতিসংঘের প্রতিবেদন

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে দ্বিতীয় ঢাকা

সর্বশেষ আপডেট ১১:০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহর, যেখানে বসবাস করছে ৪১ দশমিক ৯ মিলিয়ন মানুষ। ৩৬ দশমিক ৬ মিলিয়ন জনসংখ্যার সঙ্গে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের ঢাকা। আর ৩৩ দশমিক ৪ মিলিয়ন মানুষ নিয়ে জাপানের টোকিও তৃতীয় স্থানে নেমে এসেছে। খবর আল-জাজিরার।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে, মেগাসিটি বা ১০ মিলিয়নের বেশি মানুষের শহরের সংখ্যা এখন ৩৩, যা ১৯৭৫ সালের ৮টি শহরের তুলনায় চার গুণ বেশি। এদের মধ্যে ১৯টি শহর এশিয়ায় অবস্থিত, এবং শীর্ষ ১০ শহরের মধ্যে ৯টি।

শীর্ষ ১০ শহরের মধ্যে এশিয়ার শহরগুলো হলো-

– জাকার্তা, ইন্দোনেশিয়া – ৪১ দশমিক ৯ মিলিয়ন
– ঢাকা, বাংলাদেশ – ৩৬ দশমিক ৬ মিলিয়ন
– টোকিও, জাপান – ৩৩ দশমিক ৪ মিলিয়ন
– নয়াদিল্লি, ভারত – ৩০ দশমিক ২ মিলিয়ন
– সাংহাই, চীন – ২৯ দশমিক ৬ মিলিয়ন
– গুয়াংঝু, চীন – ২৭ দশমিক ৬ মিলিয়ন
– মনিলা, ফিলিপাইন – ২৪ দশমিক ৭ মিলিয়ন
– কলকাতা, ভারত – ২২ দশমিক ৫ মিলিয়ন
– সিউল, দক্ষিণ কোরিয়া – ২২ দশমিক ৫ মিলিয়ন

এছাড়া কায়রো (মিসর) একমাত্র এশিয়ার বাইরে থাকা শহর যা শীর্ষ ১০-এ রয়েছে, যেখানে ৩২ মিলিয়ন মানুষ বাস করে। ঢাকার জনসংখ্যা দ্রুত বাড়ার পেছনে রয়েছে গ্রামীণ এলাকার মানুষদের রাজধানীতে আগমন। যারা সুযোগ খুঁজে আসে বা বন্যা, সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে স্থান ত্যাগ করে।

জাকার্তাও সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধির সমস্যার মুখোমুখি। অনুমান করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে শহরের এক চতুর্থাংশ পানির নিচে চলে যেতে পারে। তাই ইন্দোনেশিয়া নতুন রাজধানী নুসান্তারা বানাচ্ছে বোরনিও দ্বীপের ইস্ট কালিমান্তানে। তবে জাতিসংঘের অনুমান, ২০৫০ সালের মধ্যে জাকার্তায় আরও ১০ মিলিয়ন মানুষ বসবাস করবে।

জাতিসংঘের প্রতিবেদনে নতুন সংজ্ঞা অনুযায়ী, একটি শহরকে সংলগ্ন এলাকা হিসেবে বিবেচনা করা হয়েছে, যেখানে প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১ হাজার ৫০০ জন বসবাস করে এবং মোট জনসংখ্যা কমপক্ষে ৫০ হাজার। এই সংজ্ঞা বিভিন্ন দেশের নগরায়ন সংক্রান্ত বৈষম্য সমাধানে সাহায্য করবে।