আলবেনিয়া–গ্রিস সীমান্তের গুহায়
বিশ্বের অন্যতম বৃহৎ মাকড়সার জালের সন্ধান
- সর্বশেষ আপডেট ০১:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 52
আলবেনিয়া–গ্রিস সীমান্তের একটি গুহায় গবেষকেরা বিরল ও বিশাল আকারের মাকড়সার জালের সন্ধান পেয়েছেন। ধারণা করা হচ্ছে, এটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক মাকড়সার জাল। গুহাটির অন্ধকার, আর্দ্রতা এবং সালফার সমৃদ্ধ পরিবেশে কয়েক লাখ মাকড়সা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছে।
সাবটেরেনিয়ান বায়োলজি জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় জানানো হয়েছে, গুহার একটি সরু পথের প্রাচীর বরাবর বিস্তৃত এই জালের আয়তন প্রায় ১০৬ বর্গমিটার (১,১৪০ বর্গফুট)। ঘন কার্পেটের মতো ছড়িয়ে থাকা জালে আনুমানিক ১ লাখ ১০ হাজার মাকড়সা রয়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।
গবেষকেরা জানিয়েছেন, এখানে দুটি ভিন্ন প্রজাতির প্রায় ৬৯ হাজার সাধারণ গৃহস্থালি মাকড়সা ও ৪২ হাজার প্রিনেরিগন ভেগান শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে—যা মাকড়সার আচরণের বিচারে অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত এ ধরনের প্রজাতি কাছাকাছি থাকলে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একে অপরকে শিকার করে। তবে খাদ্যের প্রাচুর্য ও স্থিতিশীল পরিবেশের কারণে গুহাটিতে এই সহাবস্থান সম্ভব হয়েছে বলে মনে করছেন গবেষকরা।
গুহার প্রবেশপথের কাছে সালফারযুক্ত জলধারার স্রোত এবং গভীর অন্ধকার পরিবেশ স্থানীয় জীববৈচিত্র্যকে প্রভাবিত করেছে। গবেষণা অনুযায়ী, সেখানে প্রায় ২৪ লাখ ক্ষুদ্র মাছির বাস রয়েছে, যা মাকড়সাদের প্রধান খাদ্য উৎস। পাশাপাশি গুহায় বিদ্যমান বাদুড় উপনিবেশও একই পরিবেশের ওপর নির্ভরশীল।
গবেষক দলটি জানিয়েছে, গুহার ভেতরের বিশাল ফানেল-আকৃতির জাল দেখতে ঘন কম্বলের মতো। বিপদের সময় স্ত্রী মাকড়সারা জালের গভীরে লুকিয়ে যায়। স্থানীয় সরান্ডাপোরো নদীর প্রবাহে গঠিত ভ্রোমোনার ক্যানিয়নের সালফারসমৃদ্ধ এই গুহাটি দীর্ঘদিন ধরে রহস্যময় হিসেবে পরিচিত।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এবং আলবেনিয়ার ইউনিভার্সিটি অব তিরানার গবেষকরা বলছেন, গুহাটি জীববৈচিত্র্যের এক অনন্য উদাহরণ, যা মাকড়সার উপনিবেশ গঠন এবং তাদের সামাজিক আচরণ নিয়ে নতুন গবেষণার দ্বার খুলে দিচ্ছে।
































