বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ৭ লাখ ৩৫ হাজার টাকা
- সর্বশেষ আপডেট ০৪:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 121
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে টিকিট বিক্রির জন্য ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে। অক্টোবরের শুরুতে টিকিট বিক্রি শুরু হওয়ার পর মাত্র কয়েক দিনের মধ্যে ৪৫ লক্ষাধিক ফুটবলপ্রেমী লটারির মাধ্যমে টিকিট পাওয়ার জন্য আবেদন করেছেন। ফিফা এখনও আনুষ্ঠানিকভাবে পুরো টিকিটের মূল্যের তালিকা প্রকাশ করেনি। তবে যেসব সমর্থক লটারিতে টিকিট পেয়েছেন, তারা অনলাইনে দাম প্রকাশ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিটের উচ্চমূল্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সাধারণ প্রবেশ টিকিট চারটি বিভাগে ভাগ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ৫৬০ মার্কিন ডলার (প্রায় ৬৯ হাজার টাকা) থেকে ২,২৩৫ ডলার (প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা) পর্যন্ত। ফাইনাল ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের দাম ২,৩০২ ডলার (প্রায় আড়াই লাখ টাকা), আর সবচেয়ে দামি টিকিটের মূল্য ৬,০০০ ডলার (প্রায় ৭ লাখ ৩৫ হাজার টাকা)।
হসপিটালিটি টিকিট এখনো বিক্রির জন্য উন্মুক্ত হয়নি। ধারণা করা হচ্ছে, এ ধরনের টিকিটের মূল্য অন্যান্য সব টিকিটের চেয়ে অনেক বেশি হবে। প্রতিযোগিতার প্রথম ধাপের কিছু ম্যাচের জন্য, বিশেষ করে কম আকর্ষণীয় ভেন্যুগুলোর টিকিট ৬০ ডলার (প্রায় সাড়ে ৭ হাজার টাকা) মূল্যে পাওয়া যাচ্ছে, তবে এ ধরনের টিকিট সংখ্যা সীমিত।
ফিফার টিকিট বিক্রির তৃতীয় ধাপ ১১ ডিসেম্বর শুরু হবে এবং ১৩ জানুয়ারি শেষ হবে। এই সময় ভক্তরা নির্দিষ্ট ম্যাচ অনুযায়ী টিকিটের জন্য আবেদন করতে পারবেন। পরে জানানো হবে তারা নির্বাচিত হয়েছেন কি না। টুর্নামেন্ট ঘনিয়ে এলে বাকি থাকা আসনগুলো “আগে এলে আগে পাবেন” ভিত্তিতে বিক্রি করা হবে। এবারের বিশ্বকাপ প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে, যার কারণে টিকিটের চাহিদা রেকর্ডভঙ্গ করেছে।




































