বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াল আইসিসি
- সর্বশেষ আপডেট ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 486
নারী ক্রিকেটে আগ্রহ বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। সদ্য সমাপ্ত নারী বিশ্বকাপের বিপুল সাফল্যের পর আইসিসি ঘোষণা দিয়েছে যে, ২০২৯ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা আট থেকে বাড়িয়ে দশ করা হবে।
২০০০ সাল থেকে সর্বোচ্চ আট দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি এখন পর্যন্ত অনুষ্ঠিত সব আসরের তুলনায় সবচেয়ে বড় পরিসরের হতে যাচ্ছে।
আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ইভেন্টের বিপুল সাফল্যের কারণে বোর্ড পরবর্তী আসরকে আরও বড় পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৯ সাল থেকে ১০টি দল অংশ নেবে এবং ম্যাচের সংখ্যাও ৩১ থেকে বেড়ে ৪৮টি হবে।
এছাড়াও আগামী বছর অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২ করা হবে।
সদ্য সমাপ্ত নারী বিশ্বকাপ ছিল সত্যিকারের এক উৎসব। ভারতের অনুষ্ঠিত সদ্য সমাপ্ত বিশ্বকাপ বিশ্বজুড়ে প্রায় ৪৪.৬ কোটি মানুষ দেখেছে এবং ২.১ কোটি দর্শক সরাসরি ফাইনাল উপভোগ করেছেন।
আইসিসি’র মতে, নারী বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো নারীদের ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করে তোলা এবং নতুন দেশগুলোকে বিশ্বমঞ্চে সুযোগ করে দেয়া।
































