ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 108

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর মাঠে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসন্ন আইসিসি ইভেন্টটির জন্য শনিবার (২৩ আগস্ট) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে যথারীতি অধিনায়ক হিসেবে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে রয়েছেন নাহিদা আক্তার।

১৫ সদস্যের বিশ্বকাপ দলে চমক হিসেবে ঠাঁই পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক, অফস্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। তাদের অন্তর্ভুক্তিতে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিম।

রুবাইয়া জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে খেললেও ওয়ানডেতে এখনও অভিষেক হয়নি। ব্যাট হাতে এবং উইকেটরক্ষক হিসেবে তার দক্ষতায় মুগ্ধ হয়ে দলে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া দলের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে সুযোগ পেয়েছেন নিশি। ২০২৩ সালের মার্চে পাকিস্তান সিরিজে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয়েছিল ১৭ বছর বয়সী এই স্পিনারের।

দলে সুযোগ পেয়েছেন ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে ম্যাচ খেলা সুমাইয়া আক্তারও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক ছিলেন তিনি। দলের বাকি জায়গাগুলোতে রয়েছেন চেনা মুখরাই। ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, ফাহিমা খাতুনরা দীর্ঘ সময় ধরে জাতীয় দলে খেলছেন।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের আসর। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর ৭ অক্টোবর গোয়াহাটিতে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। একই ভেন্যুতে টাইগ্রেসদের তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, ১০ অক্টোবর। বিশাখাপত্তমে পরের দুই ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে যথাক্রমে ১৩ ও ১৬ অক্টোবর। মুম্বাইয়ে মেয়েদের সর্বশেষ দুই ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভারত। ম্যাচ দুটো হবে ২০ ও ২৬ অক্টোবর।

বিশ্বকাপের আগে ২৫ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। দুটোই কলম্বোতে, তবে ভিন্ন দুই ভেন্যুতে।

নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, রিতু মনি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া ইসলাম, নিশিতা আক্তার নিশি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

সর্বশেষ আপডেট ০৯:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর মাঠে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসন্ন আইসিসি ইভেন্টটির জন্য শনিবার (২৩ আগস্ট) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে যথারীতি অধিনায়ক হিসেবে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে রয়েছেন নাহিদা আক্তার।

১৫ সদস্যের বিশ্বকাপ দলে চমক হিসেবে ঠাঁই পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক, অফস্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। তাদের অন্তর্ভুক্তিতে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিম।

রুবাইয়া জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে খেললেও ওয়ানডেতে এখনও অভিষেক হয়নি। ব্যাট হাতে এবং উইকেটরক্ষক হিসেবে তার দক্ষতায় মুগ্ধ হয়ে দলে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া দলের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে সুযোগ পেয়েছেন নিশি। ২০২৩ সালের মার্চে পাকিস্তান সিরিজে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয়েছিল ১৭ বছর বয়সী এই স্পিনারের।

দলে সুযোগ পেয়েছেন ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে ম্যাচ খেলা সুমাইয়া আক্তারও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক ছিলেন তিনি। দলের বাকি জায়গাগুলোতে রয়েছেন চেনা মুখরাই। ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, ফাহিমা খাতুনরা দীর্ঘ সময় ধরে জাতীয় দলে খেলছেন।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের আসর। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর ৭ অক্টোবর গোয়াহাটিতে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। একই ভেন্যুতে টাইগ্রেসদের তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, ১০ অক্টোবর। বিশাখাপত্তমে পরের দুই ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে যথাক্রমে ১৩ ও ১৬ অক্টোবর। মুম্বাইয়ে মেয়েদের সর্বশেষ দুই ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভারত। ম্যাচ দুটো হবে ২০ ও ২৬ অক্টোবর।

বিশ্বকাপের আগে ২৫ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। দুটোই কলম্বোতে, তবে ভিন্ন দুই ভেন্যুতে।

নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারী, রিতু মনি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া ইসলাম, নিশিতা আক্তার নিশি।