বিলে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৭:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 73
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চার শিশু হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)। তারা দুই ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে চার শিশু একসঙ্গে শাপলা তুলতে বিলে যায়। অনেক সময় পার হয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করে। কিছুক্ষণ পর বিলের পানিতে শিশুদের দেহ ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
ঘটনার পর পুরো রাজনগর গ্রামে নেমে আসে গভীর শোকের ছায়া। এক পরিবারের চার শিশুর মৃত্যুতে কেউই বিশ্বাস করতে পারছেন না, এলাকাজুড়ে চলছে শোক আর কান্নার মাতম।
স্থানীয় ইউপি সদস্য মজনু বলেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা। পুরো গ্রাম আজ শোকে স্তব্ধ।”
পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের একজন বলেন, “ওরা সবাই মিলে ফুল তুলতে গিয়েছিল, কিন্তু সবাই একসঙ্গে চলে গেল।”
ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন শোক প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে গ্রামীণ জলাশয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে।






































