বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা
- সর্বশেষ আপডেট ০৪:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 105
দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মন্ধানার সম্পর্ক নিয়ে বহুদিন ধরে নানা আলোচনা চলছে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করে—জুটি নাকি ইতিমধ্যে বাগ্দান সম্পন্ন করেছে এবং ২০২৬ সালের শুরুর দিকেই তাঁদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এতদিন এ বিষয়ে নীরব থাকলেও এবার প্রথমবার বিয়ের প্রসঙ্গে সরাসরি মন্তব্য করলেন রাশমিকা।
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা জানান, ২০২৫ সাল তাঁর ক্যারিয়ারের জন্য দারুণ সফল একটি বছর। ‘ছাবা’ দিয়ে বছর শুরু করে ‘দ্য গার্লফ্রেন্ড’সহ বিভিন্ন ছবি দিয়ে তিনি নজর কাড়েন। পাঁচটি সিনেমার সম্মিলিত আয় প্রায় ১ হাজার ৩০০ কোটি রুপি ছুঁয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অভিনেত্রীর ভাষায়, “এবারের বছরটা সত্যিই স্বপ্নের মতো কেটেছে। নানা ধরনের চরিত্রে কাজ করার ইচ্ছা ছিল, এবার তার বাস্তবায়ন হয়েছে।”
গত অক্টোবর মাসে হায়দরাবাদে পরিবারের ঘনিষ্ঠদের মাঝে তাঁদের বাগ্দান সম্পন্ন হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। হিন্দুস্তান টাইমসকে বিজয়ের টিমও বাগ্দান হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বলে সংবাদমাধ্যম দাবি করে। তবে এখনো দুই তারকার কেউই আনুষ্ঠানিকভাবে কোনো ছবি বা বিবৃতি প্রকাশ করেননি।
সাক্ষাৎকারে সঞ্চালক অনুপমা চোপড়া রাশমিকার কাছে বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে তিনি হাসিমুখে বলেন, “এখনই কিছু বলছি না।” পরে যুক্ত করেন, “সময় হলে আমরা নিজেরাই জানাবো।” তাঁর মন্তব্যে অনেকেই মনে করছেন, সম্পর্কের গুঞ্জনে নতুন করে প্রাণ ফিরেছে।
রাশমিকা জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলার আগে তিনি সময় নিয়ে ভাবতে পছন্দ করেন।
২০১৮ সালের ‘গীতা গোবিন্দম’ ও ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’ ছবিতে একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাঁদের প্রেম নিয়ে আলোচনা শুরু হয়। গত আগস্টে নিউইয়র্কের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে দুজনকে পাশাপাশি দেখা যায়। পরে তাঁরা ‘ভারত বিয়ন্ড বর্ডারস’ অনুষ্ঠানে অংশ নেন। ২০২৪ সালেই দুজনেই জানান, তাঁরা “সিঙ্গেল নন”, যদিও তখন কারও নাম প্রকাশ করেননি।































