বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী তৃষা, পাত্র কে?
- সর্বশেষ আপডেট ০৯:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 149
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন বলে জানা গেছে। পর্দার রোমান্সের পর এবার বাস্তব জীবনে নতুন অধ্যায়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন ৪২ বছর বয়সী এই তারকা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তৃষার পরিবারের পক্ষ থেকে সম্প্রতি একটি সম্পর্কের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সম্ভাব্য বর চণ্ডীগড়ের বাসিন্দা, যিনি অস্ট্রেলিয়ায় ব্যবসা শুরু করে পরে ভারতে সেটি সম্প্রসারিত করেছেন। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের পরিচয় রয়েছে বলেও জানা গেছে।
তবে এখন পর্যন্ত তৃষা বা তার পরিবার কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। বিয়ের তারিখ বা আনুষ্ঠানিক ঘোষণা সম্পর্কেও কোনো তথ্য জানা যায়নি।
এর আগে এক সাক্ষাৎকারে তৃষা বলেছিলেন, তিনি বিয়ের বিষয়ে উন্মুক্ত মনোভাব পোষণ করেন এবং উপযুক্ত মানুষকে পেলেই বিয়ে করবেন।
২০১৫ সালে তিনি উদ্যোক্তা বরুণ মানিয়ানকে বাগদান করেছিলেন, তবে কিছুদিন পরেই সেই সম্পর্ক ভেঙে যায়। সে সময় শোনা যায়, বিয়ের পরও অভিনয় চালিয়ে যাওয়ার ইচ্ছার কারণেই তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়।
অভিনয় জীবনে তৃষার নাম দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের সঙ্গেও একসময় আলোচনায় ছিল। দুজন একসঙ্গে অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় ছবিতে—‘ঘিলি’ (২০০৪), ‘তিরুপাচি’ (২০০৫), ‘আথি’ (২০০৬) এবং ‘কুরুভি’ (২০০৮)। দীর্ঘ বিরতির পর তারা আবারও পর্দায় এক হন ২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা লিও-তে।
তৃষাকে সর্বশেষ দেখা গেছে বিজয় অভিনীত দ্য গ্রেটেস্ট অব অল টাইম চলচ্চিত্রের একটি গানে। এবার অভিনয়ের বাইরেও জীবনের নতুন পথে পা রাখতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
































