ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অবস্থান

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
  • সর্বশেষ আপডেট ০৪:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 146

বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অবস্থান

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে এক নারী টানা ছয় দিন ধরে তার ভাতিজার বাড়িতে অবস্থান করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার একটি গ্রামে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, ২৫ বছর বয়সী ওই নারী ভাতিজার (২০) চাচি। তিনি ভাতিজার সাবেক স্বামীর চাচাতো ভাইয়ের ছেলে। বিয়ের দাবিতে অবস্থান শুরু করার পর থেকেই ওই যুবক বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে স্থানীয় মানুষের ভিড় জমেছে। সাংবাদিকরা পৌঁছালে ভাতিজার পরিবারের সদস্যরা বাড়ির ফটক বন্ধ করে দেন। পরিবারের একজন জানান, নারীটি এখনো বাড়ির ভেতরে রয়েছেন।

ছাপরহাটি ইউনিয়ন পরিষদের সদস্য মো. আনছার আলী বলেন, “ওই নারী জানিয়েছেন, তাদের মধ্যে দুই-তিন বছর ধরে সম্পর্ক ছিল। গত শনিবার (১৮ অক্টোবর) থেকে তিনি ওই বাড়িতে অবস্থান করছেন। ঘটনার পর তিন দিন যেতে না যেতেই মেয়েটির স্বামী তাকে তালাক দিয়েছেন।”

ছাপরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বলেন, “বিষয়টি আপনারদের মাধ্যমে জানতে পারলাম, এখন খোঁজ নিচ্ছি।”

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আবদুল হাকিম আজাদ বলেন, “এ ঘটনা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অবস্থান

সর্বশেষ আপডেট ০৪:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে এক নারী টানা ছয় দিন ধরে তার ভাতিজার বাড়িতে অবস্থান করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার একটি গ্রামে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, ২৫ বছর বয়সী ওই নারী ভাতিজার (২০) চাচি। তিনি ভাতিজার সাবেক স্বামীর চাচাতো ভাইয়ের ছেলে। বিয়ের দাবিতে অবস্থান শুরু করার পর থেকেই ওই যুবক বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে স্থানীয় মানুষের ভিড় জমেছে। সাংবাদিকরা পৌঁছালে ভাতিজার পরিবারের সদস্যরা বাড়ির ফটক বন্ধ করে দেন। পরিবারের একজন জানান, নারীটি এখনো বাড়ির ভেতরে রয়েছেন।

ছাপরহাটি ইউনিয়ন পরিষদের সদস্য মো. আনছার আলী বলেন, “ওই নারী জানিয়েছেন, তাদের মধ্যে দুই-তিন বছর ধরে সম্পর্ক ছিল। গত শনিবার (১৮ অক্টোবর) থেকে তিনি ওই বাড়িতে অবস্থান করছেন। ঘটনার পর তিন দিন যেতে না যেতেই মেয়েটির স্বামী তাকে তালাক দিয়েছেন।”

ছাপরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বলেন, “বিষয়টি আপনারদের মাধ্যমে জানতে পারলাম, এখন খোঁজ নিচ্ছি।”

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আবদুল হাকিম আজাদ বলেন, “এ ঘটনা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”