বিয়ের ঘোষণা দিলেন শ্রদ্ধা কাপুর
- সর্বশেষ আপডেট ০৮:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 69
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও চিত্রনাট্যকার রাহুল মোদির সম্পর্ক নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই জুটির ঘনিষ্ঠতা ইন্ডাস্ট্রির অন্দরমহলে আলোচনার বিষয় হয়ে আছে। কফিশপে একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত ও উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনা বারবার জল্পনাকে উসকে দিয়েছে।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থাকা শ্রদ্ধা কাপুর সম্প্রতি নিজের অবস্থান কিছুটা স্পষ্ট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্তের বিয়েসংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে লেখেন, ‘আমি বিয়ে করছি।’ তাঁর এই মন্তব্য মুহূর্তেই ভক্ত ও অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেয়।
শ্রদ্ধার সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে যাঁর নাম উঠে আসছে, তিনি হলেন রাহুল মোদি। যদিও তিনি ক্যামেরার আড়ালের মানুষ, তবে বলিউডে তাঁর পরিচিতি কম নয়। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ ও ‘তু ঝুঠি ম্যায় মক্কর’—এই জনপ্রিয় ছবিগুলোর সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তিনি। পর্দার আড়ালেই গল্প নির্মাণে স্বাচ্ছন্দ্যবোধ করেন রাহুল মোদি।
এদিকে বিয়ের আয়োজন নিয়েও শোনা যাচ্ছে নানা গুঞ্জন। ইন্ডাস্ট্রির একাধিক সূত্রের দাবি, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের মতো শ্রদ্ধা কাপুরও রাজস্থানকে বিয়ের ভেন্যু হিসেবে বেছে নিতে পারেন। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে ঘরোয়া ও ঐতিহ্যবাহী আয়োজনে বিয়ের অনুষ্ঠান হতে পারে বলেও আলোচনা চলছে।
তবে এখন পর্যন্ত শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তা সত্ত্বেও বলিউডের ঘনিষ্ঠ মহলের দাবি, নীরবেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই এই আলোচিত জুটিকে জীবনের নতুন সম্পর্কে আবদ্ধ হতে দেখা যেতে পারে।






































