ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মেডিকেল বোর্ড

বিমান ভ্রমণে সক্ষম না হওয়ায় লন্ডনযাত্রা বিলম্ব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 60

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও বিমানযাত্রার মতো নয়। সে জন্যই উন্নত চিকিৎসায় তাঁর বিদেশযাত্রা বিলম্ব হচ্ছে। লন্ডনে চিকিৎসা নিতে যাওয়া-না যাওয়া এখন সম্পূর্ণই নির্ভর করছে তাঁর শারীরিক পরিস্থিতির ওপর। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাঁকে লন্ডনে নেওয়া হবে।

এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিক থাকলে পরদিন বুধবার (১০ ডিসেম্বর) তাঁকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, বিএনপির চেয়ারপারসনের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তবে ভ্রমণ করার মতো অবস্থা হয়নি। তিনি আরও বলেন, শনিবারও তাঁর বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড পরবর্তী করণীয় নির্ধারণ করতে রাতে বৈঠক করে। প্যারামিটারগুলো কিছুটা ওপরে উঠছে।

এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে মঙ্গলবার
বিএনপির চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসার অনুমতি চেয়েছে। অনুমতি পেলে পরদিন ১০ ডিসেম্বর তাঁকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে।

বেবিচক জানায়, খালেদা জিয়ার চিকিৎসার জন্য জার্মানির এফএআই অ্যাভিয়েশন গ্রুপ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে কাতার সরকার। এটি দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশন ফ্লাইটে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন-ক্রিটিক্যাল অ্যাভিয়েশন সেবাদাতাদের দ্বারা পরিচালিত। এই এয়ার অ্যাম্বুলেন্স তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা-লন্ডন মেডিকেল ট্রান্সফারের উপযোগী।

দীর্ঘ সময় বিমান ভ্রমণের শারীরিক সক্ষমতা নেই
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়া-না যাওয়া এখন সম্পূর্ণই নির্ভর করছে তাঁর শারীরিক পরিস্থিতির ওপর।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা দিচ্ছে। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও সদস্য হিসেবে রয়েছেন। তিনি লন্ডন থেকে শুক্রবার ঢাকায় নেমেই শাশুড়িকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেডিকেল বোর্ড

বিমান ভ্রমণে সক্ষম না হওয়ায় লন্ডনযাত্রা বিলম্ব

সর্বশেষ আপডেট ১০:৪১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও বিমানযাত্রার মতো নয়। সে জন্যই উন্নত চিকিৎসায় তাঁর বিদেশযাত্রা বিলম্ব হচ্ছে। লন্ডনে চিকিৎসা নিতে যাওয়া-না যাওয়া এখন সম্পূর্ণই নির্ভর করছে তাঁর শারীরিক পরিস্থিতির ওপর। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাঁকে লন্ডনে নেওয়া হবে।

এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিক থাকলে পরদিন বুধবার (১০ ডিসেম্বর) তাঁকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, বিএনপির চেয়ারপারসনের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তবে ভ্রমণ করার মতো অবস্থা হয়নি। তিনি আরও বলেন, শনিবারও তাঁর বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড পরবর্তী করণীয় নির্ধারণ করতে রাতে বৈঠক করে। প্যারামিটারগুলো কিছুটা ওপরে উঠছে।

এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে মঙ্গলবার
বিএনপির চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসার অনুমতি চেয়েছে। অনুমতি পেলে পরদিন ১০ ডিসেম্বর তাঁকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে।

বেবিচক জানায়, খালেদা জিয়ার চিকিৎসার জন্য জার্মানির এফএআই অ্যাভিয়েশন গ্রুপ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে কাতার সরকার। এটি দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশন ফ্লাইটে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন-ক্রিটিক্যাল অ্যাভিয়েশন সেবাদাতাদের দ্বারা পরিচালিত। এই এয়ার অ্যাম্বুলেন্স তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা-লন্ডন মেডিকেল ট্রান্সফারের উপযোগী।

দীর্ঘ সময় বিমান ভ্রমণের শারীরিক সক্ষমতা নেই
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়া-না যাওয়া এখন সম্পূর্ণই নির্ভর করছে তাঁর শারীরিক পরিস্থিতির ওপর।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা দিচ্ছে। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও সদস্য হিসেবে রয়েছেন। তিনি লন্ডন থেকে শুক্রবার ঢাকায় নেমেই শাশুড়িকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।