বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু বেড়ে ২০, আহত ১৭১
- সর্বশেষ আপডেট ১০:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / 328
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৭১ জন।
সোমবার (২১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, আহত ও নিহতরা উত্তরার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে—
-
কুয়েত মৈত্রী হাসপাতালে: আহত ৮ জন
-
জাতীয় বার্ন ইনস্টিটিউটে: আহত ৭০ জন, নিহত ২ জন
-
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে: আহত ৩ জন, নিহত ১ জন
-
সামরিক হাসপাতাল (সিএমএইচ): আহত ১৭ জন, নিহত ১২ জন
-
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে: আহত ১ জন, নিহত ২ জন
-
লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: আহত ১১ জন, নিহত ২ জন
-
উত্তরা আধুনিক হাসপাতালে: আহত ৬০ জন, নিহত ১ জন
-
উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে: আহত ১ জন
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। প্রচণ্ড শব্দ ও আগুনের গোলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার সময় কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ ও আগুনে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে দৌড়ে আসে।





































