বিমান দুর্ঘটনায় মালদ্বীপ প্রেসিডেন্টের শোকবার্তা
- সর্বশেষ আপডেট ০৯:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / 363
বাংলাদেশের রাজধানী ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
সোমবার (২১ জুলাই) মালদ্বীপের স্থানীয় সময় বিকালে একটি ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানোদের জন্য আমি গভীর শোক প্রকাশ করছি। আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তার সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
ড. মুইজ্জু তার পোস্টে আরও উল্লেখ করেন, এই দুঃখজনক ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।
উল্লেখ্য, ঢাকার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হন বলে জানা গেছে। দুর্ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
































