বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মালদ্বীপে দোয়া
- সর্বশেষ আপডেট ০৬:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 288
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই ২০২৫) হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এই দোয়া পরিচালনা করেন প্রবাসী বাংলাদেশি ওমর ফারুক।
দোয়ায় বিমান দুর্ঘটনায় নিহত শিশু ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। একইসঙ্গে এই মর্মান্তিক দুর্ঘটনার স্মরণে হাইকমিশনে একটি শোক বই খোলা হয়েছে, যাতে প্রবাসীরা তাদের শ্রদ্ধা ও অনুভূতি প্রকাশ করতে পারবেন।
হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন,“আমরা আমাদের ছোট ভাইবোনদের হারিয়েছি, যারা স্বপ্ন নিয়ে স্কুলে গিয়েছিল। এই ঘটনা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। আমরা সবাই গভীরভাবে শোকাহত।”
দোয়ায় আরও উপস্থিত ছিলেন তৃতীয় সচিব মোহাম্মদ জিল্লুর রহমান, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
উল্লেখ্য, মঙ্গলবার রাষ্ট্রীয় শোকের দিনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার।




































