বিমানের নিয়োগ পরীক্ষায় ১৩ জন বহিষ্কার
- সর্বশেষ আপডেট ০৫:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 124
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে এবং ৪ জনকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান কর্তৃপক্ষ।
তারা জানায়, ২০ সেপ্টেম্বর ঢাকার বিএএফ শাহীন কলেজ, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ও নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিয়োগ পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ১০ জন, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে ১ জন, কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজে ২ জন– মোট ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রানী বিশ্বাস (রোল: ১১০১২৯২৫), সাথী (রোল: ১১০১৪৬২১), মেহেদী হাসান (রোল: ১১০০৫৬৭৩), জি. এম. শরিফুল ইসলাম (রোল: ১১০০৬০২২), রাজু আহমেদ (রোল: ১১০০৫৪০০), আল-আমিন (রোল: ১১০০৩০৮৮)কে বহিষ্কার করা হয়।।
মোবাইল ফোন ব্যবহার করায় সোহাগ হোসাইন (রোল: ১১০১৬০৮৬), শাকিল খান (রোল: ১১০০১২৯৭)–কে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
এছাড়া, নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় সাইফুল ইসলাম (রোল: ১১০১৭৩৭১)-কে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়।
পরিচয় জালিয়াতির মাধ্যমে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে আটক হন রাদ হোসেন হাবীব (মূল রোল: মোঃ সিদ্দীক আলী, রোল: ১১০১৪১২৪), রুবেল রানা (মূল রোল: মোঃ রায়হান হোসাইন, রোল: ১১০০৬৬১৩) এবং রানা মিয়া (মূল রোল: সুমন আলী, রোল: ১১০০৪৭১২)।
তাদের গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং ভুয়া পরীক্ষার্থীদের সহযোগিতা করার দায়ে মূল পরীক্ষার্থীদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
বিশেষ করে, সুমন আলী নিজেই রানা মিয়াকে দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় তার পরীক্ষাও বাতিল করা হয়েছে এবং তাকেও অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে তারা পূর্বেও কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। নিয়োগ প্রক্রিয়ায় যেকোনো ধরনের অনিয়ম, প্রযুক্তি ব্যবহার বা জালিয়াতি প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে থানায় মামলা দায়ের ও গ্রেফতার অন্তর্ভুক্ত থাকবে।
প্রতিষ্ঠানটি স্পষ্ট করে জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার এবং দেশের জাতীয় এয়ারলাইন্স হিসেবে তারা কোনো ধরনের অসদুপায় বরদাশত করবে না।
































