ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দর নিরাপত্তায় এয়ার গার্ড বাংলাদেশ, ১২ সদস্যের কমিটি

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 136

বিমানবন্দর

বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় এয়ার গার্ড অব বাংলাদেশ (এজিবি) নামে নতুন একটি অধিদপ্তর গঠনের পরিকল্পনা করছে সরকার। এ সংক্রান্ত উপযোগীতা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ১২ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ)। কমিটি গঠন করা হয় ৩১ আগস্ট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিটির অন্যান্য সদস্যরা হলেন মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ও আইন বিষয়ক প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রশাসন এবং উপসচিব প্রশাসন-১। কমিটিকে এয়ার গার্ড অব বাংলাদেশ গঠনের উপযুক্ততা যাচাই করে সুপারিশ প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

 ১২ সদস্যের কমিটি
১২ সদস্যের কমিটি

এক স্বরাষ্ট্র কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এজিবি গঠনের প্রস্তাব এসেছে। কমিটি মূলত প্রস্তাবটির প্রয়োজনীয়তা ও কার্যকারিতা যাচাই করবে। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ইকাও)-এর নির্দেশ অনুযায়ী বিমানবন্দরের নিরাপত্তার জন্য এয়ার গার্ড বাংলাদেশ গঠন করা হবে। এটি সময়ের দাবি, যাতে বিমানবন্দরগুলোতে স্বতন্ত্র ও আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রথম ধাপে একটি বাহিনী গঠন করা হবে এবং ভবিষ্যতে এটি একটি পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিমানবন্দর নিরাপত্তায় এয়ার গার্ড বাংলাদেশ, ১২ সদস্যের কমিটি

সর্বশেষ আপডেট ০৭:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় এয়ার গার্ড অব বাংলাদেশ (এজিবি) নামে নতুন একটি অধিদপ্তর গঠনের পরিকল্পনা করছে সরকার। এ সংক্রান্ত উপযোগীতা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ১২ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ)। কমিটি গঠন করা হয় ৩১ আগস্ট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিটির অন্যান্য সদস্যরা হলেন মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ও আইন বিষয়ক প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রশাসন এবং উপসচিব প্রশাসন-১। কমিটিকে এয়ার গার্ড অব বাংলাদেশ গঠনের উপযুক্ততা যাচাই করে সুপারিশ প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

 ১২ সদস্যের কমিটি
১২ সদস্যের কমিটি

এক স্বরাষ্ট্র কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এজিবি গঠনের প্রস্তাব এসেছে। কমিটি মূলত প্রস্তাবটির প্রয়োজনীয়তা ও কার্যকারিতা যাচাই করবে। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ইকাও)-এর নির্দেশ অনুযায়ী বিমানবন্দরের নিরাপত্তার জন্য এয়ার গার্ড বাংলাদেশ গঠন করা হবে। এটি সময়ের দাবি, যাতে বিমানবন্দরগুলোতে স্বতন্ত্র ও আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রথম ধাপে একটি বাহিনী গঠন করা হবে এবং ভবিষ্যতে এটি একটি পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরিত হবে।