বিমানবন্দরে অগ্নিকাণ্ডে বিশেষ ফ্লাইট চার্জ মওকুফ
- সর্বশেষ আপডেট ১১:৫৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 240
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ফ্লাইট বিপর্যয়ের কারণে অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনা করা বিমান সংস্থাগুলোর আরোপিত চার্জ মওকুফের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
আজ (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে জারি করা স্মারক নম্বর ৩০.০০.০০০০.০০০.০১৩.০১.০০০১.২১.২৮২ অনুযায়ী, ১৯ থেকে ২১ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত পরিচালিত বিশেষ ফ্লাইটগুলোর চার্জ মওকুফে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছাঃ শাকিলা পারভীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে অগ্ন্যুৎপাতের ঘটনায় ফ্লাইট শিডিউলে ব্যাপক বিপর্যয় ঘটে। এর ফলে বিভিন্ন বিমান সংস্থা অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়। এমতাবস্থায় এসব ফ্লাইটের আরোপযোগ্য চার্জ মওকুফের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার অনুরোধ করা হয়েছে।
































