ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিবাহ বার্ষিকীতে যেসব উপহার পেলে স্ত্রীরা অল্পতেই খুশি

লাইফস্টাইল ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 100

শুরুতেই সারপ্রাইজিং কিছু উপহার দিতে পারেন, যেগুলো পেলে স্ত্রীরা অল্পতেই খুশি হয়ে যায়। যেমন ফুল, চকলেট, কেক ও কার্ড ইত্যাদি। মনে রাখতে হবে এসব উপহার কিন্তু রাত বারোটার পরই দিনটিকে মনে করিয়ে দিতে হবে।

ফুল:
কম বাজেটে স্ত্রীকে তাৎক্ষণিক কিছু উপহার দিতে চাইলে ফুল উপহার দিতে পারেন। বিভিন্ন রকমের ফুল কিংবা ফুলের তোড়া দিতে পারেন। কারণ ফুল ভালোবাসে না, এমন কোনো নারী নেই। সেজন্য ফুল হোক ভালোবাসার মানুষটির জন্য প্রথম উপহার।

চকলেট:
এক বাক্স চকলেট কিংবা বিভিন্ন রকমের চকলেট নিয়ে সারপ্রাইজিং উপহার হিসেবে বারোটার পরেই স্ত্রীকে দিতে পারেন। এতে আপনার প্রতি তার আরও ভালোবাসা বেড়ে যাবে। কনফেকশনারি দোকানগুলোতে বিভিন্ন আকৃতির চকলেট পাওয়া যায়।

কেক ও কার্ড:
বিবাহ বার্ষিকীতে উপলক্ষ্যে কেক অর্ডার করতে পারেন এবং স্ত্রীকে উদ্দেশ্য করে বিশেষ কোন বার্তাও লিখতে পারেন। এতে আপনার স্ত্রী চমকে যাবে তেমনি খুশিও হবে। এছাড়াও বাজার থেকে বিভিন্ন শুভেচ্ছা কার্ড কিনে রাখতে পারেন।

এতো গেল সারপ্রাইজিং উপহার, এবার আসা যাক দীর্ঘমেয়াদে যেসব জিনিসি উপহার দিলে আপনার স্ত্রী আরও বেশি চমকে যাবে। যেমন পোশাক, পারফিউম, মোবাইল ফোন ও গয়না ইত্যাদি।

পোশাক:
স্ত্রীর জন্য উপহার হিসেবে পছন্দের যে কোনো পোশাক কিনতে পারেন। নারীদের পোশাকের তালিকায় সালোয়ার-কামিজ, টপস, জিন্স, স্কার্ট, কুর্তি, গাউন, লেহেঙ্গা, ফতুয়া, শাড়ি ও ব্লাউজ। আপনার স্ত্রীর পছন্দনুযায়ী এখান থেকে উপহার দিতে পারেন।

পারফিউম:
ভিন্ন রং ও সুবাসের পারফিউম বাজারে পাওয়া যায়। আপনি চাইলে উপহার দিতে পারেন। নারীরা পারফিউম পছন্দ করে এবং উপহার হিসেবে পেলে আরও খুশি হয়ে যায়।

মোবাইল ফোন:
বিবাহ বার্ষিকীতে শ্রেষ্ঠ উপহার হতে পারে মোবাইল ফোন। পছন্দমতো ফোন কিনে দিতে পারেন। একইসঙ্গে ফোনের কভার উপহার দেবেন। বাজারে ট্রেন্ডিং ফোন কিংবা আইফোনও উপহার দিতে পারেন।

গয়না:
গয়নার প্রতি ভালো লাগা কাজ করে না এমন কোনো নারী খুঁজে পাওয়া দুষ্কর। যদি বাজেটে টান পড়ে তাহলে ছোট্ট কোনো গয়না কিনে দিতে পারেন। যেমন- আংটি, হাতের ব্রেসলেট ও নাক ফুল। আর যদি হাতে পর্যাপ্ত টাকা থাকে তাহলে দামী কিছু কিনে দিতে পারেন। নেকলেস, কানের দুল, পায়েল। এছাড়াও ডায়মন্ডের গয়নাও দিতে পারেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিবাহ বার্ষিকীতে যেসব উপহার পেলে স্ত্রীরা অল্পতেই খুশি

সর্বশেষ আপডেট ১১:৪৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

শুরুতেই সারপ্রাইজিং কিছু উপহার দিতে পারেন, যেগুলো পেলে স্ত্রীরা অল্পতেই খুশি হয়ে যায়। যেমন ফুল, চকলেট, কেক ও কার্ড ইত্যাদি। মনে রাখতে হবে এসব উপহার কিন্তু রাত বারোটার পরই দিনটিকে মনে করিয়ে দিতে হবে।

ফুল:
কম বাজেটে স্ত্রীকে তাৎক্ষণিক কিছু উপহার দিতে চাইলে ফুল উপহার দিতে পারেন। বিভিন্ন রকমের ফুল কিংবা ফুলের তোড়া দিতে পারেন। কারণ ফুল ভালোবাসে না, এমন কোনো নারী নেই। সেজন্য ফুল হোক ভালোবাসার মানুষটির জন্য প্রথম উপহার।

চকলেট:
এক বাক্স চকলেট কিংবা বিভিন্ন রকমের চকলেট নিয়ে সারপ্রাইজিং উপহার হিসেবে বারোটার পরেই স্ত্রীকে দিতে পারেন। এতে আপনার প্রতি তার আরও ভালোবাসা বেড়ে যাবে। কনফেকশনারি দোকানগুলোতে বিভিন্ন আকৃতির চকলেট পাওয়া যায়।

কেক ও কার্ড:
বিবাহ বার্ষিকীতে উপলক্ষ্যে কেক অর্ডার করতে পারেন এবং স্ত্রীকে উদ্দেশ্য করে বিশেষ কোন বার্তাও লিখতে পারেন। এতে আপনার স্ত্রী চমকে যাবে তেমনি খুশিও হবে। এছাড়াও বাজার থেকে বিভিন্ন শুভেচ্ছা কার্ড কিনে রাখতে পারেন।

এতো গেল সারপ্রাইজিং উপহার, এবার আসা যাক দীর্ঘমেয়াদে যেসব জিনিসি উপহার দিলে আপনার স্ত্রী আরও বেশি চমকে যাবে। যেমন পোশাক, পারফিউম, মোবাইল ফোন ও গয়না ইত্যাদি।

পোশাক:
স্ত্রীর জন্য উপহার হিসেবে পছন্দের যে কোনো পোশাক কিনতে পারেন। নারীদের পোশাকের তালিকায় সালোয়ার-কামিজ, টপস, জিন্স, স্কার্ট, কুর্তি, গাউন, লেহেঙ্গা, ফতুয়া, শাড়ি ও ব্লাউজ। আপনার স্ত্রীর পছন্দনুযায়ী এখান থেকে উপহার দিতে পারেন।

পারফিউম:
ভিন্ন রং ও সুবাসের পারফিউম বাজারে পাওয়া যায়। আপনি চাইলে উপহার দিতে পারেন। নারীরা পারফিউম পছন্দ করে এবং উপহার হিসেবে পেলে আরও খুশি হয়ে যায়।

মোবাইল ফোন:
বিবাহ বার্ষিকীতে শ্রেষ্ঠ উপহার হতে পারে মোবাইল ফোন। পছন্দমতো ফোন কিনে দিতে পারেন। একইসঙ্গে ফোনের কভার উপহার দেবেন। বাজারে ট্রেন্ডিং ফোন কিংবা আইফোনও উপহার দিতে পারেন।

গয়না:
গয়নার প্রতি ভালো লাগা কাজ করে না এমন কোনো নারী খুঁজে পাওয়া দুষ্কর। যদি বাজেটে টান পড়ে তাহলে ছোট্ট কোনো গয়না কিনে দিতে পারেন। যেমন- আংটি, হাতের ব্রেসলেট ও নাক ফুল। আর যদি হাতে পর্যাপ্ত টাকা থাকে তাহলে দামী কিছু কিনে দিতে পারেন। নেকলেস, কানের দুল, পায়েল। এছাড়াও ডায়মন্ডের গয়নাও দিতে পারেন।