বিপিএল থেকে নাম সরিয়ে নেয়ার অনুরোধ তামিমের
- সর্বশেষ আপডেট ০৩:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 83
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রার্থিতা ফিরিয়ে নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেই ঘটনার পর থেকেই আলোচনায় ছিল—তিনি কি খেলোয়াড়ি ক্যারিয়ার চালিয়ে যাবেন, নাকি সরে দাঁড়াবেন? বিশেষ করে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা চলছিল।
অবশেষে সব জল্পনার ইতি টেনে তামিম নিজেই জানিয়েছেন, এবারের বিপিএলে তিনি খেলছেন না। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি নিশ্চিত করেন যে ২৩ নভেম্বরের বিপিএল প্লেয়ার্স ড্রাফট থেকে নিজের নাম বাদ দিতে তিনি বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসের সঙ্গে যোগাযোগ করেছেন।
ক্রিকবাজকে দেওয়া বক্তব্যে তামিম বলেন, “হ্যাঁ, আমি বিপিএলে থাকছি না। ড্রাফট থেকে নাম বাদ দেওয়ার অনুরোধ করেছি।”
২০১২ সালে টুর্নামেন্ট শুরুর পর থেকে প্রত্যেক আসরেই মাঠে নামা তামিম সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে দলকে শিরোপা এনে দেন।
বোর্ড নির্বাচনের সাম্প্রতিক অস্থিরতা, এবার ফরচুন বরিশালের অনুপস্থিতি এবং ফিসনেট সংক্রান্ত বিতর্কসহ কয়েকটি বিষয় তার বিপিএলে অংশগ্রহণকে জটিল করে তুলেছিল। দীর্ঘদিন ধরেই এ বিষয়ে আলোচনা চলছিল। এবার তামিম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন—তিনি বিপিএলের আসন্ন মৌসুমে থাকছেন না।
































