বিপিএলের নিলামে উঠছে দেশি-বিদেশি ৪০৩ ক্রিকেটার
- সর্বশেষ আপডেট ০৯:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 98
আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। বিপিএলের গর্ভনিং কাউন্সিল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিলামের জন্য মোট ৪০৩ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে।
নিলামের ড্রাফটে বাংলাদেশের ১৫৮ জন ক্রিকেটার থাকছেন, যারা ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বিদেশি খেলোয়াড় ২৪৫ জন, যাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তানজিদ হাসান তামিম, নাঈম শেখ এবং লিটন দাস। তাদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা। নিলামের প্রতি ডাকে তাদের মূল্য পাঁচ লাখ টাকা বৃদ্ধি পাবে। ‘বি’ ক্যাটাগরিতে ১৫ জন স্থানীয় ক্রিকেটার রয়েছেন, যাদের ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা ধরা হয়েছে।
বিপিএল নিলামে সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার শ্রীলঙ্কার, মোট ৫০ জন। এছাড়া পাকিস্তান থেকে ৪৫ জন, ভারত থেকে ৩ জন, আয়ারল্যান্ড থেকে ৬ জন এবং আফগানিস্তান থেকে ১৮ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন।
নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিরা অন্তত একজন এবং সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। নিলাম থেকে প্রতিটি দলকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। একটি দলের জন্য বিদেশি চার ক্রিকেটারের সর্বোচ্চ বাজেট ধরা হয়েছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। নিলাম শেষে দলগুলো নিজেদের ইচ্ছামতো অন্যান্য বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে।































