ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল ও ফাহিম

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 86

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল ও ফাহিম

বিসিবি নির্বাচনে পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত। মোট ৬০টি মনোনয়ন আহ্বান করা হয়েছিল, তার মধ্যে ৫১টি মনোনয়ন জমা পড়েছিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন তিনটি মনোনয়ন অবৈধ ঘোষণা করে। ফলে বৈধ মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮।

বাতিল তিনটি মনোনয়নের মধ্যে রয়েছে ঢাকা বিভাগের আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন। এর ফলে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

রিটার্নিং অফিসার জানান, ক্যাটাগরি ওয়ান থেকে ২৫ জন জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত ১৮টি মনোনয়ন জমা পড়েছে। যাচাইবাছাই শেষে কোনো সমস্যা না হলে এই কয়েকজন ইতোমধ্যে জিততে যাচ্ছেন। জেলা ও বিভাগ থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন।

খুলনা থেকে জমা পড়েছে দুটি মনোনয়ন, আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান, যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। সিলেট বিভাগ থেকে একটি মনোনয়ন জমা পড়ায় রাহাত শামস সিলেটের নতুন পরিচালক হবার পথে রয়েছেন।

বরিশাল বিভাগ থেকেও মনোনয়ন বৈধ থাকলে সাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এছাড়া রাজশাহী বিভাগ থেকে চারটি, রংপুর থেকে তিনটি এবং চট্টগ্রাম থেকে চারটি মনোনয়ন জমা পড়েছে।

এবারের নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী বেশির ভাগ প্রার্থী সহজেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রাখছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল ও ফাহিম

সর্বশেষ আপডেট ০৪:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বিসিবি নির্বাচনে পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত। মোট ৬০টি মনোনয়ন আহ্বান করা হয়েছিল, তার মধ্যে ৫১টি মনোনয়ন জমা পড়েছিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন তিনটি মনোনয়ন অবৈধ ঘোষণা করে। ফলে বৈধ মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮।

বাতিল তিনটি মনোনয়নের মধ্যে রয়েছে ঢাকা বিভাগের আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন। এর ফলে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

রিটার্নিং অফিসার জানান, ক্যাটাগরি ওয়ান থেকে ২৫ জন জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত ১৮টি মনোনয়ন জমা পড়েছে। যাচাইবাছাই শেষে কোনো সমস্যা না হলে এই কয়েকজন ইতোমধ্যে জিততে যাচ্ছেন। জেলা ও বিভাগ থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন।

খুলনা থেকে জমা পড়েছে দুটি মনোনয়ন, আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান, যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। সিলেট বিভাগ থেকে একটি মনোনয়ন জমা পড়ায় রাহাত শামস সিলেটের নতুন পরিচালক হবার পথে রয়েছেন।

বরিশাল বিভাগ থেকেও মনোনয়ন বৈধ থাকলে সাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এছাড়া রাজশাহী বিভাগ থেকে চারটি, রংপুর থেকে তিনটি এবং চট্টগ্রাম থেকে চারটি মনোনয়ন জমা পড়েছে।

এবারের নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী বেশির ভাগ প্রার্থী সহজেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রাখছেন।