বিদ্রোহী প্রার্থী না সরলে বিএনপি ব্যবস্থা নেবে : নজরুল ইসলাম খান
- সর্বশেষ আপডেট ০৮:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 66
দলীয় সিদ্ধান্ত অমান্যকারী প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা না প্রত্যাহার করলে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (৯ জানুয়ারি ) বিকেলে শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, দলীয় মনোনয়নের বাইরে প্রার্থী হওয়ার বিষয়টি বিএনপি গুরুত্বের সঙ্গে দেখছে। বড় দলে যোগ্য প্রার্থীর সংখ্যা বেশি উল্লেখ করে তিনি বলেন, কেউ কেউ মনে করেন তারা মনোনয়ন পেলে ভালো করতেন, সে প্রত্যাশা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, মনোনয়ন প্রত্যাহারের সময় এখনো শেষ হয়নি। দলের পক্ষ থেকে বিদ্রোহী প্রার্থীদের দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। অনেকেই ইতোমধ্যে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে সময় পেরিয়ে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।































