ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 73

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন এবং বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড শুক্রবার রাতে দুই থেকে আড়াই ঘণ্টা বৈঠক করেছে। সেখানে চিকিৎসকেরা বর্তমান অবস্থা, সম্ভাব্য ঝুঁকি এবং পরবর্তী চিকিৎসা নিয়ে আলোচনা করেন।

মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের অবস্থা এখনো এমন নয় যে তাকে বিদেশে স্থানান্তর করা যাবে। তবে প্রয়োজনীয় দেশগুলোর সঙ্গে ভিসা, এয়ার অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যোগাযোগ রাখা হয়েছে। তিনি ফ্লাই করার মতো অবস্থায় এলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে।”

তিনি আরও জানান, হাসপাতালে নেতাকর্মীদের ভিড়ের কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এতে হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হচ্ছে। এ কারণে তিনি সবাইকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান।

মহাসচিব বলেন, “আপনাদের অনুরোধ করছি, দয়া করে এভারকেয়ার হাসপাতালে ভিড় করবেন না। প্রয়োজন অনুযায়ী সময়মতো আমরা ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে হেলথ বুলেটিন জানাবো।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নন খালেদা জিয়া

সর্বশেষ আপডেট ০৬:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন এবং বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড শুক্রবার রাতে দুই থেকে আড়াই ঘণ্টা বৈঠক করেছে। সেখানে চিকিৎসকেরা বর্তমান অবস্থা, সম্ভাব্য ঝুঁকি এবং পরবর্তী চিকিৎসা নিয়ে আলোচনা করেন।

মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের অবস্থা এখনো এমন নয় যে তাকে বিদেশে স্থানান্তর করা যাবে। তবে প্রয়োজনীয় দেশগুলোর সঙ্গে ভিসা, এয়ার অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যোগাযোগ রাখা হয়েছে। তিনি ফ্লাই করার মতো অবস্থায় এলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে।”

তিনি আরও জানান, হাসপাতালে নেতাকর্মীদের ভিড়ের কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এতে হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হচ্ছে। এ কারণে তিনি সবাইকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান।

মহাসচিব বলেন, “আপনাদের অনুরোধ করছি, দয়া করে এভারকেয়ার হাসপাতালে ভিড় করবেন না। প্রয়োজন অনুযায়ী সময়মতো আমরা ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে হেলথ বুলেটিন জানাবো।”