বিড়ি-চায়ের দোকান থেকে ভোটব্যাংক, ভাইরাল ফয়জুল
- সর্বশেষ আপডেট ০১:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 9
একটি বক্তব্য, আর তাতেই রাজনীতির অঙ্কে নতুন হিসাব- এমনটাই দাবি জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হকের। তাঁর কথায়,বিড়ি খাওয়া নিয়ে দেওয়া মন্তব্যে জামায়াতের ভোট বেড়েছে প্রায় দুই কোটি। তার এই ভিডিও বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে পড়েছে।
ঝালকাঠি-১ আসনে ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক গতকাল বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুকে সংবর্ধনা দেওয়া হয়।
ড. ফয়জুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তিনি বলেন, ‘আমরা যা বলি, যেটা করি, ওটাই সমস্যা হয়ে দাঁড়ায়। সেদিন একটা বক্তৃতায় বলেছিলাম, যারা বিড়ি খায়, তারাও কি এই দেশের মানুষ না? তারাও কি আমাদের ভোট দেবে না?’
ফয়জুল হকের অভিযোগ, বক্তব্যের একটি অংশ আলাদা করে উপস্থাপন করে ভুল ব্যাখ্যা ছড়ানো হয়েছে।
ফয়জুল হকের ভাষায়, ‘আমি বলেছি, আমার কর্মীরা চায়ের দোকানে গেলে চা খাওয়ার সময়ও দাঁড়িপাল্লার দাওয়াত দেবে। কেউ যদি বিড়ি খায়, সেই অবস্থাতেও জামায়াতের দাওয়াত পৌঁছে দেবে। বিড়ি খাওয়ার সংস্কৃতি থেকে আল্লাহ চাইলে মানুষকে ভালো পথে ফেরাতেও পারেন। জান্নাত-জাহান্নাম আল্লাহ বানিয়েছেন।’
ফয়জুলের দাবি, এই বক্তব্যকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, তা কার্যত দুই কোটি টাকার মার্কেটিং’। তিনি বলেন, ‘মিতু আপু দুই মিনিট কথা বলেছেন, সেটাই ভাইরাল। এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক ধরনের উপহার।’






























