বিজ্ঞানীরা তৈরি করলেন কৃত্রিম নিউরন
- সর্বশেষ আপডেট ১২:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 89
যুক্তরাষ্ট্রের ইউএসসি ভিটারবি স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও স্কুল অব অ্যাডভান্সড কম্পিউটিংয়ের বিজ্ঞানীরা মস্তিষ্কের কোষের জটিল ইলেকট্রোকেমিক্যাল আচরণ অনুকরণ করতে সক্ষম কৃত্রিম নিউরন তৈরি করেছেন। নতুন এই কৃত্রিম নিউরনের ফলে চিপের আকার অনেক ছোট হবে এবং শক্তি খরচও কমে যাবে। তাই এটিকে নিউরোমরফিক কম্পিউটিং প্রযুক্তিতে একটি বড় অগ্রগতি বলা হচ্ছে।
এই কৃত্রিম নিউরন চিপ প্রচলিত প্রসেসর বা সিলিকনভিত্তিক চিপের মতো নয়। এটি মস্তিষ্কের নিউরোকেমিক্যাল প্রক্রিয়ার পদ্ধতি অনুকরণ করতে সক্ষম হওয়ায় বর্তমানে ব্যবহৃত সিলিকনভিত্তিক প্রযুক্তির সম্পূরক হিসেবে কাজ করবে।
বিজ্ঞানীরা নিউরন তৈরির জন্য একটি ডিফিউসিভ যন্ত্র ব্যবহার করেছেন, যা বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেতের মাধ্যমে একক ট্রানজিস্টরে বৈদ্যুতিক সংকেত তৈরি করতে পারে। এটি মানব মস্তিষ্কের পটাশিয়াম, সোডিয়াম ও ক্যালসিয়ামের মতো রাসায়নিক প্রক্রিয়ার কাজ অনুকরণ করে।
নতুন চিপে অক্সাইডে থাকা রৌপ্য আয়ন ব্যবহার করে বৈদ্যুতিক স্পন্দন তৈরি করা হয়েছে। ইউএসসির কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জোশুয়া ইয়াং বলেন, যদিও কৃত্রিম সিনাপ্স ও নিউরনের আয়ন একেবারেই অভিন্ন নয়, আয়নের গতি ও গতিশীলতা নিয়ন্ত্রণের কৌশল খুব কাছাকাছি। রৌপ্য আয়ন সহজে ছড়িয়ে পড়ে এবং জৈবব্যবস্থার মতো গতিশীলতা দেয়।
































