নারী যাত্রীর হারানো ব্যাগ ফেরত
বিজিবির উপকারে জুলেখার চোখে জল
- সর্বশেষ আপডেট ০৭:৪৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / 241
টেকনাফের দমদমিয়া চেকপোস্টে যাত্রীবিহীন সিএনজির পেছনের সিটে ফেলা একটি ব্যাগ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেটি মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে। ব্যাগে নগদ টাকা, পরিচয়পত্র ও শিশুর কাপড়সহ মূল্যবান সামগ্রী অক্ষত অবস্থায় ছিল।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ থেকে পালংখালীগামী সিএনজি (নং কক্সবাজার-থ-১১-৬৬৬১) তল্লাশির সময় বিজিবি সদস্যরা ব্যাগটি দেখতে পান। চালককে জিজ্ঞাসাবাদে জানা যায়, কেউ ভুলবশত ব্যাগটি ফেলে গেছে। ব্যাগে নগদ ৭ হাজার টাকা, দুইটি চাবির ছড়া, শিশুর পোশাক ও জাতীয় পরিচয়পত্র ছিল।
২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান নেতৃত্বে সদস্যরা স্থানীয় সূত্র ও তথ্যভাণ্ডার ব্যবহার করে মালিক জুলেখা আক্তার (৪৪) কে শনাক্ত করে। পরে দমদমিয়া চেকপোস্টে বিজিবির কমান্ডারের উপস্থিতিতে ব্যাগ মালিকের হাতে হস্তান্তর করা হয়।
জুলেখা আক্তার আবেগাপ্লুত হয়ে বলেন, “বিজিবির প্রতি আমার কৃতজ্ঞতা, তারা শুধু সীমান্ত রক্ষা করেন না, নিরাপত্তা ও সহায়তায়ও এগিয়ে থাকেন।”
অধিনায়ক আশিকুর রহমান বলেন, “এ ধরনের সততা ও দায়িত্ববোধ বিজিবির গর্বের ঐতিহ্য। আমরা জনগণের আস্থা ও সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে চাই।”
































