ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 102

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি বিজয় দিবস উদযাপনে বিশেষ উপস্থিতি জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি সশস্ত্র বাহিনী একটি সমন্বিত ব্যান্ড পরিবেশন করে। ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অর্কেস্ট্রা দল বাদ্যযন্ত্র পরিবেশন করে, এবং দেশের বিভিন্ন জেলায় সেনানিবাস বা ঘাঁটির সংলগ্ন এলাকায় সীমিত ব্যান্ড পরিবেশনের ব্যবস্থা করা হয়। বিমান বাহিনীও কিছু অঞ্চলে সীমিত ফ্লাই পাস্ট পরিচালনা করে।

বিজয়ের ৫৪তম বার্ষিকীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান এবং ৫৩ জন প্যারাট্রুপার জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে ভূমিতে অবতরণ করেন। এটি এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ সংখ্যক পতাকাসহ ফ্রি ফল জাম্প হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য।

উক্ত আয়োজন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সক্ষমতা ও ভাবমূর্তি তুলে ধরবে। এছাড়া দেশে-বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে জাতীয় গৌরব এবং পরিচয়ের অনুভূতি জাগ্রত করবে।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি, উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকবৃন্দ এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ অন্যান্য আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দর, ঢাকার সদরঘাট, পাগলা (নারায়ণগঞ্জ) এবং বরিশালসহ বিভিন্ন ঘাটে নির্ধারিত জাহাজগুলো সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। সামরিক জাদুঘরসহ তিন বাহিনীর অন্যান্য জাদুঘরও বিনা টিকিটে দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০১:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি বিজয় দিবস উদযাপনে বিশেষ উপস্থিতি জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি সশস্ত্র বাহিনী একটি সমন্বিত ব্যান্ড পরিবেশন করে। ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অর্কেস্ট্রা দল বাদ্যযন্ত্র পরিবেশন করে, এবং দেশের বিভিন্ন জেলায় সেনানিবাস বা ঘাঁটির সংলগ্ন এলাকায় সীমিত ব্যান্ড পরিবেশনের ব্যবস্থা করা হয়। বিমান বাহিনীও কিছু অঞ্চলে সীমিত ফ্লাই পাস্ট পরিচালনা করে।

বিজয়ের ৫৪তম বার্ষিকীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান এবং ৫৩ জন প্যারাট্রুপার জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে ভূমিতে অবতরণ করেন। এটি এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ সংখ্যক পতাকাসহ ফ্রি ফল জাম্প হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য।

উক্ত আয়োজন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সক্ষমতা ও ভাবমূর্তি তুলে ধরবে। এছাড়া দেশে-বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে জাতীয় গৌরব এবং পরিচয়ের অনুভূতি জাগ্রত করবে।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি, উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকবৃন্দ এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ অন্যান্য আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দর, ঢাকার সদরঘাট, পাগলা (নারায়ণগঞ্জ) এবং বরিশালসহ বিভিন্ন ঘাটে নির্ধারিত জাহাজগুলো সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। সামরিক জাদুঘরসহ তিন বাহিনীর অন্যান্য জাদুঘরও বিনা টিকিটে দর্শনার্থীদের জন্য খোলা থাকে।