বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশের নাম
- সর্বশেষ আপডেট ০৬:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 110
১৯৭১ সালের যুদ্ধের স্মরণে ভারতের বিজয় দিবস উপলক্ষে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন। তবে সেই বার্তায় বাংলাদেশের নাম বা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের কোনো উল্লেখ নেই। একই দিনে দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যেও বাংলাদেশ প্রসঙ্গ অনুপস্থিত ছিল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে রাহুল গান্ধী বলেন, ১৯৭১ সালের যুদ্ধে ভারতের সীমান্ত রক্ষায় সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, ওই যুদ্ধে ভারতীয় সেনাদের ত্যাগ ও অবদান ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
একই দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক বার্তায় ১৬ ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয়ের দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ১৯৭১ সালে সাহসী সৈনিকদের আত্মত্যাগ ও সংকল্পের মাধ্যমে ভারত একটি স্মরণীয় বিজয় অর্জন করেছিল। তার বক্তব্যেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের ভূমিকার কোনো উল্লেখ ছিল না।
এর আগেও বিভিন্ন বছরে ভারতের বিজয় দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে ১৯৭১ সালের যুদ্ধকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় হিসেবে তুলে ধরা হলেও বাংলাদেশের অবদান বা মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তেমনভাবে উঠে আসেনি।
ইতিহাস অনুযায়ী, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাস মুক্তিযোদ্ধারা স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম চালান। ৩ ডিসেম্বর ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যুক্ত হয়ে মুক্তিবাহিনীর সঙ্গে যৌথ বাহিনী গঠন করে। ১৬ ডিসেম্বর ঢাকায় স্বাক্ষরিত আত্মসমর্পণ দলিলে পাকিস্তানি বাহিনী ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর কাছেই আত্মসমর্পণ করে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বক্তব্যগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বাস্তবতা ও দেশের মূল ভূমিকা উপেক্ষিত হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
































