ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিকেলে মাঠে নামছে ব্রাজিল, কেমন হবে একাদশ

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 127

বিকেলে মাঠে নামছে ব্রাজিল, কেমন হবে একাদশ

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। এবার শুরু হচ্ছে মূল পর্বের প্রস্তুতি। আজ (শুক্রবার) বাংলাদেশ সময় বিকেল ৫টায় সিউলে প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এশিয়া সফরের এই দুটি ম্যাচকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পরও দলটি এখনো সঠিক ছন্দ খুঁজে পায়নি। তিনি বিভিন্ন ম্যাচে নানা খেলোয়াড় ও ফরমেশনে পরীক্ষা-নিরীক্ষা চালালেও প্রত্যাশিত ফল আসেনি। সর্বশেষ বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল।

আজকের ম্যাচে ইনজুরির কারণে দলে থাকছেন না রাফিনহা, মার্কিনহোস ও গোলরক্ষক অ্যালিসন বেকার। তবে দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও ম্যাথিউস কুনিয়া।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলানোর ঘোষণা দিয়েছেন আনচেলত্তি। চার ডিফেন্ডার, দুই মিডফিল্ডার ও চার ফরোয়ার্ড নিয়ে মাঠে নামবে দলটি। দীর্ঘ বিরতির পর রক্ষণভাগে ফিরছেন এদের মিলিতাও, যার সঙ্গী হবেন গ্যাব্রিয়েল মাঘালহায়েস।

আক্রমণভাগে ভিনিসিয়ুস ও কুনিয়ার জায়গা প্রায় নিশ্চিত। রদ্রিগোর পরিবর্তে রাইট উইঙ্গে দেখা যেতে পারে তরুণ এস্তেভাওকে। স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন জোয়াও পেদ্রো, আর কুনিয়া থাকবেন নাম্বার টেন বা প্লেমেকার হিসেবে। মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গী হতে পারেন ব্রুনো গিমারেজ।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
বেন্তো (গোলরক্ষক); ভ্যান্ডারসন, মিলিতাও, মাঘালহায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, গিমারেজ; কুনিয়া, ভিনিসিয়ুস, এস্তেভাও, জোয়াও পেদ্রো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিকেলে মাঠে নামছে ব্রাজিল, কেমন হবে একাদশ

সর্বশেষ আপডেট ০৪:০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। এবার শুরু হচ্ছে মূল পর্বের প্রস্তুতি। আজ (শুক্রবার) বাংলাদেশ সময় বিকেল ৫টায় সিউলে প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এশিয়া সফরের এই দুটি ম্যাচকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পরও দলটি এখনো সঠিক ছন্দ খুঁজে পায়নি। তিনি বিভিন্ন ম্যাচে নানা খেলোয়াড় ও ফরমেশনে পরীক্ষা-নিরীক্ষা চালালেও প্রত্যাশিত ফল আসেনি। সর্বশেষ বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল।

আজকের ম্যাচে ইনজুরির কারণে দলে থাকছেন না রাফিনহা, মার্কিনহোস ও গোলরক্ষক অ্যালিসন বেকার। তবে দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও ম্যাথিউস কুনিয়া।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলানোর ঘোষণা দিয়েছেন আনচেলত্তি। চার ডিফেন্ডার, দুই মিডফিল্ডার ও চার ফরোয়ার্ড নিয়ে মাঠে নামবে দলটি। দীর্ঘ বিরতির পর রক্ষণভাগে ফিরছেন এদের মিলিতাও, যার সঙ্গী হবেন গ্যাব্রিয়েল মাঘালহায়েস।

আক্রমণভাগে ভিনিসিয়ুস ও কুনিয়ার জায়গা প্রায় নিশ্চিত। রদ্রিগোর পরিবর্তে রাইট উইঙ্গে দেখা যেতে পারে তরুণ এস্তেভাওকে। স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন জোয়াও পেদ্রো, আর কুনিয়া থাকবেন নাম্বার টেন বা প্লেমেকার হিসেবে। মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গী হতে পারেন ব্রুনো গিমারেজ।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
বেন্তো (গোলরক্ষক); ভ্যান্ডারসন, মিলিতাও, মাঘালহায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, গিমারেজ; কুনিয়া, ভিনিসিয়ুস, এস্তেভাও, জোয়াও পেদ্রো।