বিএসএফের ঠেলে পাঠানো মা-ছেলেকে ভারতে হস্তান্তর
- সর্বশেষ আপডেট ০৯:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 76
কুড়িগ্রামে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর বিএসএফের ঠেলে পাঠানো মা-ছেলে ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এতে ভারতের গর্ভবতী নারী সোনালী খাতুন ও তার ছেলে সাব্বির শেখ অন্তর্ভুক্ত ছিলেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে শূন্য লাইনের মাধ্যমে তাদের বিএসএফের হাতে হস্তান্তর করা হয়। সোনালী খাতুন পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের দানিশ শেখের স্ত্রী।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের কাছে ঠেলে পাঠানো মা-ছেলেকে নিরাপদভাবে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ২০ আগস্ট কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয় ওই ছয় ভারতীয়কে। পরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ছয়জনের মধ্যে দুইজন শিশু হওয়ায় তাদের বিরুদ্ধে মামলায় আসামি করা হয়নি। ১ ডিসেম্বর তাদের জামিন আবেদন মঞ্জুর করা হয়।


































