‘বিএনপি সরকারে এলে ব্যাংক ও বীমা খাতে বড় সংস্কার হবে’
- সর্বশেষ আপডেট ০২:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 75
বিএনপি যদি ভবিষ্যতে সরকার গঠন করে, তবে দেশের ব্যাংক ও বীমা খাতে ব্যাপক সংস্কার আনা হবে—এমন ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু অভিযোগ করেন, দেশে এমন অনেক বীমা প্রতিষ্ঠান রয়েছে যারা গ্রাহকদের অর্থ ফেরত দিতে পারছে না। অন্তত ২০টি ইনস্যুরেন্স কোম্পানির আর্থিক অবস্থাই সংকটাপন্ন। তিনি বলেন,
“যারা লুটপাট করেছে—তাদের জবাবদিহির আওতায় আসতেই হবে। ক্ষমতায় গেলে এ অবস্থা চলতে দেওয়া হবে না। ইনস্যুরেন্স ও ব্যাংকিং খাতে গভীর সংস্কার প্রয়োজন, সেটাই করা হবে।”
তিনি আরও বলেন, বিএনপি সরকারে এলে আর্থিক খাতকে দলীয় প্রভাবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়।
বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, দীর্ঘদিন ধরে কিছু বেসরকারি প্রতিষ্ঠান মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পেছনে জবাবদিহির অভাবই মূল সমস্যা।
তার দাবি, অতীত সরকারগুলো দলীয় বিবেচনায় ব্যাংক ও ইনস্যুরেন্স কোম্পানি গড়ে তুলেছে, যা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সাধারণ মানুষকে লোকসানের মুখে ফেলেছে। তিনি বলেন, “নির্বাচিত সরকারই পারে এ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং মানুষের আস্থা পুনরুদ্ধার করতে।”































