ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি শত বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 79

নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে গণভোট হবেই—এটা কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, “বিএনপি শত বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকানো তাদের পক্ষে সম্ভব নয়। জামায়াতসহ আটটি দল তাদের দাবি আদায় করেই ঘরে ফিরবে বলে আমি বিশ্বাস করি।”

বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, “বিএনপি এখন চাঁদাবাজি ও মামলাবাজির রাজনীতি করছে। শোনা যাচ্ছে, আওয়ামী লীগের মামলা নাকি তুলে নেওয়া হবে। কিন্তু বাস্তবে এক বছরের মধ্যেই টাকা লেনদেনের মাধ্যমে বহু মামলা সমাধান করা হয়েছে—যার স্বীকৃতি স্বয়ং মির্জা ফখরুল দিয়েছেন। এক বছরে বিএনপির অর্জন কেবল চাঁদাবাজি আর মামলাবাজি—এই অর্জন নিয়েই কি তারা জনগণের কাছে ভোট চাইবে?”

সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির জন্য সংস্কার চেয়েছিলাম। কিন্তু একটি দল এই প্রক্রিয়া থেকে সরে গেছে। দেশের বড় একটি প্রজন্ম সংস্কার চায়, তারা ভোটাধিকার প্রয়োগ করতে চায়। তাই জনগণের সেই আকাঙ্ক্ষাকে অবশ্যই সম্মান জানাতে হবে।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়া জনগণের অনুভূতি বুঝতে পেরেছিলেন বলেই নেতৃত্ব দিতে পেরেছিলেন। কিন্তু বর্তমানে বিএনপির নেতারা জনগণের স্পন্দন ধরতে পারছেন না। তাই ইগো না রেখে সংস্কারের পথে আসা এখনই সময়ের দাবি।”

সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “রাষ্ট্র এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউনূস সরকার একা পথে হাঁটছে, জনগণের সঙ্গে সংযোগ হারিয়েছে। পুলিশ দিয়ে শিক্ষক, চিকিৎসক ও নার্সদের ওপর হামলা চালানো হয়েছে—যা গভীর সংকটের প্রতিফলন। এখন সবার প্রশ্ন, সংস্কার প্রয়োজন আছে কি নেই? ফ্যাসিবাদী কাঠামো দিয়ে রাষ্ট্র টিকতে পারে না।”

তিনি আরও বলেন, “সরকারের দায়িত্ব জনগণের অধিকার নিশ্চিত করা। যারা এতদিন বঞ্চিত ছিলেন, তাদের ন্যায্য দাবির প্রতিফলন ঘটানোই সরকারের কর্তব্য। সরকারের উচিত জনগণের জন্য কার্যকর স্বাস্থ্য কাঠামো তৈরি করা।”

আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রসঙ্গে তিনি বলেন, “আগামীকাল সব দল মাঠে থাকবে। আওয়ামী লীগের সন্ত্রাস ঠেকাতে হাসনাত আবদুল্লাহ একাই যথেষ্ট।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি শত বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না

সর্বশেষ আপডেট ১০:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে গণভোট হবেই—এটা কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, “বিএনপি শত বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকানো তাদের পক্ষে সম্ভব নয়। জামায়াতসহ আটটি দল তাদের দাবি আদায় করেই ঘরে ফিরবে বলে আমি বিশ্বাস করি।”

বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, “বিএনপি এখন চাঁদাবাজি ও মামলাবাজির রাজনীতি করছে। শোনা যাচ্ছে, আওয়ামী লীগের মামলা নাকি তুলে নেওয়া হবে। কিন্তু বাস্তবে এক বছরের মধ্যেই টাকা লেনদেনের মাধ্যমে বহু মামলা সমাধান করা হয়েছে—যার স্বীকৃতি স্বয়ং মির্জা ফখরুল দিয়েছেন। এক বছরে বিএনপির অর্জন কেবল চাঁদাবাজি আর মামলাবাজি—এই অর্জন নিয়েই কি তারা জনগণের কাছে ভোট চাইবে?”

সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির জন্য সংস্কার চেয়েছিলাম। কিন্তু একটি দল এই প্রক্রিয়া থেকে সরে গেছে। দেশের বড় একটি প্রজন্ম সংস্কার চায়, তারা ভোটাধিকার প্রয়োগ করতে চায়। তাই জনগণের সেই আকাঙ্ক্ষাকে অবশ্যই সম্মান জানাতে হবে।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়া জনগণের অনুভূতি বুঝতে পেরেছিলেন বলেই নেতৃত্ব দিতে পেরেছিলেন। কিন্তু বর্তমানে বিএনপির নেতারা জনগণের স্পন্দন ধরতে পারছেন না। তাই ইগো না রেখে সংস্কারের পথে আসা এখনই সময়ের দাবি।”

সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “রাষ্ট্র এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউনূস সরকার একা পথে হাঁটছে, জনগণের সঙ্গে সংযোগ হারিয়েছে। পুলিশ দিয়ে শিক্ষক, চিকিৎসক ও নার্সদের ওপর হামলা চালানো হয়েছে—যা গভীর সংকটের প্রতিফলন। এখন সবার প্রশ্ন, সংস্কার প্রয়োজন আছে কি নেই? ফ্যাসিবাদী কাঠামো দিয়ে রাষ্ট্র টিকতে পারে না।”

তিনি আরও বলেন, “সরকারের দায়িত্ব জনগণের অধিকার নিশ্চিত করা। যারা এতদিন বঞ্চিত ছিলেন, তাদের ন্যায্য দাবির প্রতিফলন ঘটানোই সরকারের কর্তব্য। সরকারের উচিত জনগণের জন্য কার্যকর স্বাস্থ্য কাঠামো তৈরি করা।”

আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রসঙ্গে তিনি বলেন, “আগামীকাল সব দল মাঠে থাকবে। আওয়ামী লীগের সন্ত্রাস ঠেকাতে হাসনাত আবদুল্লাহ একাই যথেষ্ট।”