বিএনপি প্রার্থী গুলিবিদ্ধের ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা ও উদ্বেগ
- সর্বশেষ আপডেট ০৭:৫৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 89
চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীর ওপর হামলা গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত।” তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে, বিরোধী দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ হামজারবাগ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন। এসময় দুর্বৃত্তরা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলার সময় আরও কয়েকজন কর্মীও আহত হয়েছেন। হামলাকারীরা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “গুলির ঘটনার খবর পেয়েছি, পুলিশ ঘটনাস্থলে আছে। আমি নিজেও হাসপাতালে যাচ্ছি।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, নির্বাচনী মাঠে বিরোধী প্রার্থীদের ভয়ভীতি দেখাতে এবং প্রচারণা বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে।































