ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবদেক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 75

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে গ্রামের মোস্তফার দোকানের সামনে সড়কে এ ঘটনা ঘটে। জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা তাকে সড়কের ওপর ফেলে কুপিয়ে এবং গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেখানে গুলির খোসাও পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, একসময় জহির মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছিলেন। স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার বা অর্থ লেনদেন নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে জানেন না। খোঁজ নেবেন।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম হত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা তাকে হত্যা করেছে বা কেন তাকে হত্যা করেছে তা স্পষ্ট নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

সর্বশেষ আপডেট ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে গ্রামের মোস্তফার দোকানের সামনে সড়কে এ ঘটনা ঘটে। জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা তাকে সড়কের ওপর ফেলে কুপিয়ে এবং গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেখানে গুলির খোসাও পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, একসময় জহির মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছিলেন। স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার বা অর্থ লেনদেন নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে জানেন না। খোঁজ নেবেন।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম হত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা তাকে হত্যা করেছে বা কেন তাকে হত্যা করেছে তা স্পষ্ট নয়।