বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে
- সর্বশেষ আপডেট ০৬:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 49
বিএনপি জুলাই জাতীয় সনদে একমত এবং সনদের সব প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কার্যকর করা হবে এবং এর বাইরে দলের কোনো আলাদা অবস্থান নেই।
বুধবার (১৪ জানুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া আশরাফুল উলুম মাদরাসা মাঠে বার্ষিক মেধাবৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা রাজনীতি করি দেশের মানুষের কল্যাণ, শান্তি-শৃঙ্খলা, আইনশৃঙ্খলার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐকমত্যভিত্তিক সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে প্রথমবারের মতো মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংযোজন করেছিলেন। বিএনপি তা পুনঃস্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনি সঞ্চালনা করেন। জেলা ওলামাদলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ আরও অনেকে।































