বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- সর্বশেষ আপডেট ০৬:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / 66
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
তিনি জানান, নির্বাচন আয়োজন নিয়ে সরকার যে অবস্থানে আছে, তা অপরিবর্তিত। প্রেসসচিবের ভাষায়, “ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবেই। কোনো শক্তি বা ষড়যন্ত্র তা ঠেকাতে পারবে না। নির্দিষ্টভাবে বলছি, ভোট ১৫ ফেব্রুয়ারির আগেই হবে।”
বর্তমান পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ভোট আয়োজন সম্ভব কি না; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন-শৃঙ্খলা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভরশীল। গত বছরের সঙ্গে তুলনা করলে বড় কোনো অবনতি হয়নি বলেই পরিসংখ্যান প্রমাণ করে। তিনি আরও জানান, পুলিশ সদরদপ্তরকে নিয়মিত তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।































