বিএনপি ছাড়া কেউ দেশের সুস্পষ্ট পরিকল্পনা দিতে পারেনি: তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০৪:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 7
কুমিল্লার একটি নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল দেশের মানুষের সামনে দেশ পরিচালনার স্পষ্ট পরিকল্পনা দিতে পারেনি। অন্যরা শুধুই সমালোচনা ও বদনাম ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রোববার (২৫ জানুয়ারি ) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে সমাবেশে তিনি দলের অভিজ্ঞতা তুলে ধরেন। “৫ আগস্টের পরিবর্তনের পর মানুষ অনেক প্রত্যাশা করছে। আমরা জানি কীভাবে পরিকল্পনা করতে হয় এবং কীভাবে বাস্তবায়ন করতে হয়,” তিনি বলেন।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে ধাপে ধাপে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরাসরি পৌঁছে দেওয়া হবে।
তারেক রহমান বলেন, নির্বাচনে বিজয় হলে চৌদ্দগ্রাম থেকেই সারা দেশে খাল খননের কাজ শুরু হবে।
বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। ঘরে বসে উৎপাদন করা নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণ ও পণ্য রপ্তানির ব্যবস্থাও থাকবে।
ধর্মীয় সেবার ক্ষেত্রে তিনি বলেন, মসজিদের ইমাম ও খতিবদের মাসিক ভাতা এবং কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি ব্যাখ্যা দেন, রাজনৈতিক প্রতিপক্ষকে সমালোচনা না করার কারণ হলো, গীবত ও সমালোচনা মানুষকে উপকারে আনে না। তিনি বলেন, বিএনপির লক্ষ্য মানুষের নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা স্লোগান দেন—“করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”
অন্যান্য বক্তা ছিলেন বিএনপি উপদেষ্টা আমিন-উর রশীদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রার্থী মো. কামরুল হুদা, কেন্দ্রীয় যুবদল সভাপতি মোনায়েম মুন্না এবং জাতীয় পার্টি (জাফর) নেতা কাজী নাহিদ।































