বিএনপি চায় অংশগ্রহণমূলক উন্নয়ন: ড. জিয়াউদ্দিন হায়দার
- সর্বশেষ আপডেট ০৮:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 247
ঝালকাঠির রাজাপুরের নারী উদ্যোক্তা মাহফুজ রুনা নিজের পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে গড়ে তুলেছেন একটি আদর্শ খামার। খামারে রয়েছে ১৮টি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী ও বিভিন্ন জাতের ছাগল। প্রতিদিন প্রায় ১৩০ লিটার দুধ উৎপাদন হয়, যা স্থানীয় বাজারে বিক্রি করে তিনি পরিবারের পাশাপাশি প্রতিবেশীদের কর্মসংস্থানের সুযোগও দিয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে খামার পরিদর্শনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি খামারের পশুপালন ব্যবস্থা, খাদ্য সংরক্ষণ, দুগ্ধ উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়া পর্যালোচনা করে উদ্যোক্তা রুনার প্রশংসা করেন।
পরিদর্শন শেষে ড. হায়দার বলেন, “মাহফুজ রুনা অনুকরণীয় উদাহরণ। একজন নারী হিসেবে যা করেছেন, তা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমরা চাই প্রত্যেক গ্রামে ছোট খামার গড়ে উঠুক, এক-দুইটি পশু পালন থেকেই উদ্যোক্তা তৈরি হোক। বিএনপি টেকসই, অংশগ্রহণমূলক ও জনগণভিত্তিক উন্নয়ন চায়।”
তিনি আরও বলেন, বিএনপি সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নতি ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করে। উদ্যোক্তা মাহফুজ রুনা সেই লক্ষ্য বাস্তবায়নের জীবন্ত উদাহরণ। আমরা চাই প্রতিটি গ্রামে এমন শত শত রুনা তৈরি হোক, যারা পরিবারের, সমাজের ও দেশের অর্থনীতি এগিয়ে নেবে।
ড. হায়দার বলেন, বিএনপির নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, নারী ও গ্রামীণ উদ্যোক্তাদের জন্য ‘কৃষকের কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে ব্যাংক ঋণ, পশুপালন প্রশিক্ষণ, খাদ্যভাতা ও স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, সফলতার এই গল্প গ্রামে ছড়িয়ে পড়ুক এবং নারীরাও আত্মনির্ভরতার পথে দৃঢ়ভাবে এগোতে পারে।
তিনি আরও মন্তব্য করেন, “বিগত স্বৈরাচার সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প দেখিয়েছে, যা জনগণের জন্য কার্যকর হয়নি। আমরা চাই প্রকৃত উন্নয়ন যেখানে নারী, কৃষক, তরুণ ও শ্রমজীবী মানুষেরা মূল কেন্দ্রে থাকবে। বিএনপিকে দায়িত্ব দিলে প্রান্তিক পর্যায়ের ছোট ও মাঝারি কৃষি উদ্যোক্তাদের পাশে থাকব এবং স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান খাতে সমানভাবে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব।”
পরিদর্শনে তার সঙ্গে ছিলেন রাজাপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকারিয়া সুমন, উপজেলা বিএনপির সদস্য ও গালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুয়াল হাসান চাঁন মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম ফারুক মোল্লা, উপজেলা তাতীদলের আহ্বায়ক মিজানুর রহমান, গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক টুটুল গাজী, যুবদল নেতা ইমাম হোসেন সেন্টু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর শহিদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।



































