ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর বিশ্বাস পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 63

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর বিশ্বাস পুনর্বহাল

বিএনপি আবার ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্রপরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন। দেশে–বিদেশের বিশিষ্ট আলেম ও গবেষকরা এতে অংশ নেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে আল্লাহ এক, আর হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী। মুসলিম উম্মাহর বিভাজনের কারণেই ফিলিস্তিন ও মিয়ানমারের মতো অঞ্চলে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। জনগণ সুযোগ দিলে এবং দায়িত্বপ্রাপ্ত হলে বিএনপি খতমে নবুওয়ত কমিটির দাবিগুলো নিয়ে আইনি উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, যারা রাসুলুল্লাহ (সা.)কে শেষ নবী হিসেবে মানে না, তাদেরকে বিএনপি মুসলিম মনে করে না।

সম্মেলনের আহ্বায়ক মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের আকিদা রক্ষার দাবিতে আয়োজিত এ মহাসম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ আলেমরা অংশ নিচ্ছেন। অতিথিদের মধ্যে রয়েছেন; পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি,
ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের নেতৃবৃন্দ, ভারত, পাকিস্তান ও মিসর থেকে আগত খ্যাতিমান আলেমরা।

সম্মেলনের সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।

এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর বিশ্বাস পুনর্বহাল

সর্বশেষ আপডেট ০২:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

বিএনপি আবার ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্রপরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন। দেশে–বিদেশের বিশিষ্ট আলেম ও গবেষকরা এতে অংশ নেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে আল্লাহ এক, আর হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী। মুসলিম উম্মাহর বিভাজনের কারণেই ফিলিস্তিন ও মিয়ানমারের মতো অঞ্চলে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। জনগণ সুযোগ দিলে এবং দায়িত্বপ্রাপ্ত হলে বিএনপি খতমে নবুওয়ত কমিটির দাবিগুলো নিয়ে আইনি উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, যারা রাসুলুল্লাহ (সা.)কে শেষ নবী হিসেবে মানে না, তাদেরকে বিএনপি মুসলিম মনে করে না।

সম্মেলনের আহ্বায়ক মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের আকিদা রক্ষার দাবিতে আয়োজিত এ মহাসম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ আলেমরা অংশ নিচ্ছেন। অতিথিদের মধ্যে রয়েছেন; পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি,
ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের নেতৃবৃন্দ, ভারত, পাকিস্তান ও মিসর থেকে আগত খ্যাতিমান আলেমরা।

সম্মেলনের সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।

এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ।