মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে
- সর্বশেষ আপডেট ০৬:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 58
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি সোমবার চীনা মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত “মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা” শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “আমাদের প্রতিশ্রুতি স্পষ্ট। ৩১ দফার মাধ্যমে আমরা জানিয়েছি, আমরা একটি স্বাধীন গণমাধ্যম গড়ে তুলতে চাই। এজন্য কমিশন গঠনের অঙ্গীকার করা হয়েছিল।” তিনি জানান, কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে এবং রিপোর্টও প্রস্তুত। তবে রিপোর্টের কোনো আলোচনা পরে হয়নি। তিনি আশা প্রকাশ করেন, জনগণের ভোটে সরকার গঠনের দায়িত্ব পেলে বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।
মহাসচিব বলেন, বিএনপি যখনই দায়িত্ব নিয়েছে, তখনই গণমাধ্যমকে উন্নত ও কার্যকর করতে নানা পদক্ষেপ নিয়েছে। বর্তমান টেলিভিশন চ্যানেলের সময়োপযোগী কাজ শুরু করার কৃতিত্বও তিনি বিএনপির আমলের।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি রাজনৈতিক দলের পকেটে ঢুকে যান, তখন সমস্যা হবে।” এছাড়া তিনি উল্লেখ করেন, গত ১৫ বছরে আওয়ামী শাসনামলে গণমাধ্যম ফ্যাসিবাদ লালন করেছে, তাই স্বাধীন সাংবাদিকতার জন্য সাংবাদিকদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।































