ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খেলাধুলা বাধ্যতামূলকভাবে শিক্ষার অংশ করা হবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 8

ফাইল ছবি

বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পড়ালেখাকে শিশুদের জন্য আনন্দমুখর ও সহজ করতে শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা, শিল্প-সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধের শিক্ষা যুক্ত করা হবে।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা বাধ্যতামূলকভাবে শিক্ষার অংশ করা হবে। আর্ট অ্যান্ড কালচার যুক্ত করলে শিশুরা সৃজনশীলতায় আগ্রহী হবে এবং অতিরিক্ত ইন্টারনেট নির্ভরতা কমবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে আলাদা টিম গঠন করে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

শিক্ষার মান উন্নয়নে অবকাঠামোর পাশাপাশি শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিশুদের ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। এ জন্য শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা রয়েছে।

সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প প্রসঙ্গে তারেক রহমান বলেন, অনেক উদ্যোগ থাকলেও সেগুলো সমন্বিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব সুবিধা এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে।

দ্রব্যমূল্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়াতে হবে। উৎপাদক ও ভোক্তার মাঝখানে মধ্যস্বত্বভোগীদের অনৈতিক মুনাফা ঠেকাতে হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও কৃষকদের প্রণোদনা নিশ্চিত করলে বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খেলাধুলা বাধ্যতামূলকভাবে শিক্ষার অংশ করা হবে

সর্বশেষ আপডেট ০৪:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পড়ালেখাকে শিশুদের জন্য আনন্দমুখর ও সহজ করতে শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা, শিল্প-সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধের শিক্ষা যুক্ত করা হবে।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা বাধ্যতামূলকভাবে শিক্ষার অংশ করা হবে। আর্ট অ্যান্ড কালচার যুক্ত করলে শিশুরা সৃজনশীলতায় আগ্রহী হবে এবং অতিরিক্ত ইন্টারনেট নির্ভরতা কমবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে আলাদা টিম গঠন করে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

শিক্ষার মান উন্নয়নে অবকাঠামোর পাশাপাশি শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিশুদের ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। এ জন্য শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা রয়েছে।

সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প প্রসঙ্গে তারেক রহমান বলেন, অনেক উদ্যোগ থাকলেও সেগুলো সমন্বিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব সুবিধা এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে।

দ্রব্যমূল্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়াতে হবে। উৎপাদক ও ভোক্তার মাঝখানে মধ্যস্বত্বভোগীদের অনৈতিক মুনাফা ঠেকাতে হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও কৃষকদের প্রণোদনা নিশ্চিত করলে বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।