ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক ধারায় এগোচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৪৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 6

বিএনপিকে একটি উদারপন্থী ও গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের চিন্তা ও রাজনৈতিক দর্শনকে ধারণ করেই দল গণতান্ত্রিক সমৃদ্ধির পথে এগোচ্ছে। তিনি বলেন, বিএনপি অতীতে ফিরে তাকায় না; বরং সামনে এগিয়ে যাওয়াই দলের রাজনীতির মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক শক্তি ধারাবাহিকভাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয়, তারাই এই কুৎসা রটাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতিতে দলের সামনে একটি নতুন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে এবং এই লড়াইয়ে জয়ী হতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনে এগিয়ে যাওয়ার এই যাত্রায় সাহস ও দৃঢ়তাই হবে সবচেয়ে বড় শক্তি।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর দলের স্থানীয় নেতারা একে একে বক্তব্য দেন।

জনসভাস্থল দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ভোর থেকে বিএনপির নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেন। নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। দুপুর পর্যন্ত সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে এবং সভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক ধারায় এগোচ্ছে: মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ০২:৪৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

বিএনপিকে একটি উদারপন্থী ও গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের চিন্তা ও রাজনৈতিক দর্শনকে ধারণ করেই দল গণতান্ত্রিক সমৃদ্ধির পথে এগোচ্ছে। তিনি বলেন, বিএনপি অতীতে ফিরে তাকায় না; বরং সামনে এগিয়ে যাওয়াই দলের রাজনীতির মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক শক্তি ধারাবাহিকভাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয়, তারাই এই কুৎসা রটাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতিতে দলের সামনে একটি নতুন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে এবং এই লড়াইয়ে জয়ী হতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনে এগিয়ে যাওয়ার এই যাত্রায় সাহস ও দৃঢ়তাই হবে সবচেয়ে বড় শক্তি।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর দলের স্থানীয় নেতারা একে একে বক্তব্য দেন।

জনসভাস্থল দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ভোর থেকে বিএনপির নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেন। নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। দুপুর পর্যন্ত সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে এবং সভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।