বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নেয়
- সর্বশেষ আপডেট ০১:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 64
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি এখন এমন একটি অবস্থানে আছে, যা অর্জুন গাছের ছালের মতো—যখন যার প্রয়োজন, কেটে নেওয়া হয়। তিনি বলেন, দেশ বর্তমানে বহুরূপীদের প্রভাবে রয়েছে। এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।
শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি তৎকালীন সরকারের সময় জামায়াতকে সুবিধা দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিলেন এবং গলা কাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়ে বর্তমানে প্রকাশ্যভাবে অবস্থান নিয়েছেন।
মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যার উদ্দেশ্য বিএনপির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করা। তিনি মন্তব্য করেন, বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো—যার যখন প্রয়োজন, কেটে নেওয়া হয়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বানও জানান তিনি।
































