ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নির্বাচনের ইশতেহার

বিএনপির ৮ প্রতিশ্রুতি

কে এম জাহেদ, নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 62

সাধারণ মানুষের কথা চিন্তা করে পরিবর্তনের রাজনীতি নিয়ে নির্বাচনি মাঠে নামছে বিএনপি। নির্বাচন সামনে রেখে পুরোদমে চলছে ইশতেহার তৈরির কাজ। পূর্ব-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে আটটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তৈরি করা হচ্ছে বিএনপির জাতীয় নির্বাচনের ইশতেহার।

ইশতেহারে থাকছে- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা। যা এবারের নির্বাচনে নতুন ‘ডাইমেনশন’ আনবে বলে সবার প্রত্যাশা। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সময়ে দেওয়া বিভিন্ন বক্তব্যের মূল দিকনির্দেশনাগুলোও এতে প্রতিফলিত হতে যাচ্ছে।

জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, শাসনব্যবস্থা পুনর্গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা ও দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণের প্রতিশ্রুতিগুলো অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া এবং দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তোলাই হবে বিএনপির প্রধান রাজনৈতিক অঙ্গীকার।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে পরিবর্তনের সুযোগ। এই পরিবর্তন হবে দায়িত্বশীল রাজনীতি, জনগণের অধিকার এবং একটি কল্যাণমুখী রাষ্ট্রের পথে যাত্রা।

জানা যায়, আটটি গুরুত্বপূর্ণ খাতসহ নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি বিষয়ে জনগণের সামনে বিস্তারিতভাবে তুলে ধরতে মূল দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বৃহৎ আঙ্গিকে তথ্য-প্রচার কর্মসূচি শুরু করেছে বিএনপি। এ জন্য পাঁচটি টিম গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করেই এই প্রচারণা চালানো হবে। তারা এলাকায় এলাকায়, ঘরে-ঘরে গিয়ে ভোটারদের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের মতে, তরুণরা বেকার হয়ে ঘুরছেন, স্বাস্থ্য ও শিক্ষায় মানসম্মত সেবা পাওয়া কঠিন। এখন সময় এসেছে এমন রাজনীতির, যা কথার চেয়ে কাজে বিশ্বাস করবে। বিএনপি সেই প্রস্তুতি নিয়েই এগোচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনের ইশতেহার

বিএনপির ৮ প্রতিশ্রুতি

সর্বশেষ আপডেট ১০:৫১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

সাধারণ মানুষের কথা চিন্তা করে পরিবর্তনের রাজনীতি নিয়ে নির্বাচনি মাঠে নামছে বিএনপি। নির্বাচন সামনে রেখে পুরোদমে চলছে ইশতেহার তৈরির কাজ। পূর্ব-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে আটটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তৈরি করা হচ্ছে বিএনপির জাতীয় নির্বাচনের ইশতেহার।

ইশতেহারে থাকছে- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা। যা এবারের নির্বাচনে নতুন ‘ডাইমেনশন’ আনবে বলে সবার প্রত্যাশা। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সময়ে দেওয়া বিভিন্ন বক্তব্যের মূল দিকনির্দেশনাগুলোও এতে প্রতিফলিত হতে যাচ্ছে।

জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, শাসনব্যবস্থা পুনর্গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা ও দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণের প্রতিশ্রুতিগুলো অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া এবং দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তোলাই হবে বিএনপির প্রধান রাজনৈতিক অঙ্গীকার।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে পরিবর্তনের সুযোগ। এই পরিবর্তন হবে দায়িত্বশীল রাজনীতি, জনগণের অধিকার এবং একটি কল্যাণমুখী রাষ্ট্রের পথে যাত্রা।

জানা যায়, আটটি গুরুত্বপূর্ণ খাতসহ নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি বিষয়ে জনগণের সামনে বিস্তারিতভাবে তুলে ধরতে মূল দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বৃহৎ আঙ্গিকে তথ্য-প্রচার কর্মসূচি শুরু করেছে বিএনপি। এ জন্য পাঁচটি টিম গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করেই এই প্রচারণা চালানো হবে। তারা এলাকায় এলাকায়, ঘরে-ঘরে গিয়ে ভোটারদের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের মতে, তরুণরা বেকার হয়ে ঘুরছেন, স্বাস্থ্য ও শিক্ষায় মানসম্মত সেবা পাওয়া কঠিন। এখন সময় এসেছে এমন রাজনীতির, যা কথার চেয়ে কাজে বিশ্বাস করবে। বিএনপি সেই প্রস্তুতি নিয়েই এগোচ্ছে।