বিএনপির মনোনয়ন ঘিরে নাঙ্গলকোটে রেলপথ অবরোধ
- সর্বশেষ আপডেট ০৭:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 90
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বিএনপির একাংশের নেতাকর্মীরা রেলপথ অবরোধ করে প্রতিবাদ জানায়।
জানা গেছে, এই আসনে বিএনপির পক্ষ থেকে আবদুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে মনোনয়ন প্রত্যাশী মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা বিকেল সাড়ে ৪টার দিকে নাঙ্গলকোট এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথ অবরোধ করেন। তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এর ফলে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম জংশনে আটকা পড়ে।
অবরোধকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, গফুর ভূঁইয়া অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এবং বিএনপির আন্দোলনের সময় মাঠে ছিলেন না। তারা দাবি করেন, তার বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য ও আচরণের অভিযোগ রয়েছে। একাধিক বিক্ষোভকারী বলেন, “এমন একজন বিতর্কিত ব্যক্তিকে শহীদ জিয়ার আদর্শের দল থেকে মনোনয়ন দেওয়া আমাদের কাছে অগ্রহণযোগ্য।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।


































